শেষ আপডেট: 6th February 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: ওয়ানডে বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ঠিক যেন সেখান থেকে শুরু করলেন তিনি। আগুন গতিতে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে একটা ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া জয়ের রাস্তায় অনেকটাই এগিয়ে গিয়েছে।
প্রসঙ্গত, রোহিত শর্মা আউট হওয়ার পর খেলতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। মাঝখানে বেশ কয়েকটা মাস তিনি ভারতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন। উঠেছিল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। এমনকী, বিসিসিআই-এর কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়। অবশেষে যাবতীয় অপমানের বদলা তিনি কড়ায়-গন্ডায় বুঝে নিলেন।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ক্লাসিকাল ব্যাটিং করলেন শ্রেয়স। মাঠের প্রত্যেকটা কোনায় শট হাঁকিয়েছেন তিনি। মাত্র ৩০ বলে ৫০ রান বেরিয়ে আসে শ্রেয়সের ব্যাট থেকে। এরমধ্যে তিনি আটটি বাউন্ডারি এবং দুটো ছক্কা হাঁকিয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিগত ৬ ওয়ানডে ইনিংসে তিনি জোড়া শতরান করেছিলেন। ফলে তিনি টিম ইন্ডিয়ায় যে পাকাপাকিভাবে চার নম্বর জায়গায় নিজের নামটা লিখিয়ে ফেলেছেন, তা বলা যেতেই পারে। শেষপর্যন্ত ৩৬ বলে ৫৯ রান করে তাঁকে ফিরতে হল।
উল্লেখ্য, টিম ইন্ডিয়ার ব্যাটিং শুরুয়াতটা কিন্তু অতটাও ভাল হয়নি। মাত্র ১৯ রানের মধ্যে দলের দুই ওপেনার ফিরে গিয়েছিলেন। ১৫ রান করেন যশস্বী জয়সওয়াল। আর মাত্র ২ রান করে তোপের মুখে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিল এবং শ্রেয়সের মধ্যে ৯৪ রানের একটা দরকারী পার্টনারশিপ গড়ে ওঠে। ১৬ ওভার শেষে ভারত তিন উইকেট হারিয়ে ১১৩ রান করেছে।