শেষ আপডেট: 30th October 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ আইপিএল টুর্নামেন্টের খেতাব জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স। এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তবে এবার শ্রেয়স আইয়ার সম্পর্কে একটি বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে। আইপিএল টুর্নামেন্টে রিটেনড ক্রিকেটারদের ফাইনাল লিস্ট জমা দেওয়ার জন্য বিসিসিআই আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।
কিন্তু, কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে এখনও পর্যন্ত দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। সংবাদমাধ্যম সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স এবং শ্রেয়স আইয়ারের মধ্যে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও কথাবার্তা হয়নি। সেকারণে ধরে নেওয়া যেতেই পারে, কেকেআর ব্রিগেড থেকে শ্রেয়স আইয়ারের বিদায় কার্যত নিশ্চিত হয়েই গিয়েছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আর দলের অধিনায়ককে রিটেন করা হবে না।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স এবং শ্রেয়স আইয়ারের মধ্যে রিটেনশন নিয়ে কোনও আলোচনা হয়নি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক জল্পনা শুরু হয়ে গিয়েছে। আইপিএল টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারের ভবিষ্যত কী হতে চলেছে, তা নিয়েও নানা মুনি নানা মত দিচ্ছেন। যদি কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারকে একান্তই রিটেন না করে, তাহলে মেগা অকশনে তাঁর নাম উঠতে পারে। ২০২৪ আইপিএল মরশুমে শ্রেয়স আইয়ার কেকেআর ব্রিগেডের অধিনায়ক হিসেবে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বার আইপিএল খেতাব জয় করেছিল।
২০২৪ আইপিএল মরশুমে শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসেবে ১৪ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ৯ ম্যাচেই জয়লাভ করেছেন তিনি। হেরেছেন তিনটে ম্য়াচে। ২০২৪ সালে শ্রেয়সের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বার আইপিএল খেতাব জয় করেছিল। শ্রেয়সই দ্বিতীয় অধিনায়ক, যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেতাব জয় করলেন। এর আগে গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ২ বার আইপিএল খেতাব জয় করেছিল।