শেষ আপডেট: 13th September 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেটারদের উপর ম্যাচ গড়াপেটার অভিযোগ নতুন কোনও ঘটনা নয়। এই ম্যাচ গড়াপেটার কারণেই আজীবন নির্বাসিত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সেলিম মালিক। এছাড়া সলমান বাট, মহম্মদ আশিফ, মহম্মদ আমির, দানিশ কানেরিয়া এবং মহম্মদ ইরফানের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এবার পাকিস্তান ক্রিকেট দলে আরও একবার ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠতে শুরু করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, পাকিস্তানের স্বনামধন্য ক্রিকেটার শোয়েব মালিকের বিরুদ্ধে এবার এই অভিযোগ উঠেছে।
আসলে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি সম্প্রতি একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। একটি ভিডিয়োয় তিনি বলেছেন, 'যে মানুষটা নিজের দেশকে নিয়েই চিন্তাভাবনা করে না, তাঁকে কখনই মেন্টর পদে বসানো উচিত নয়। যে মানুষটা স্বীকার করে যে আমরা সবকিছু জেনেই ম্যাচটা হেরেছি, তাঁর কাঁধে এই দায়িত্ব দেওয়া একেবারে উচিত নয়। যদি কেউ প্রমাণ চায়, তাহলে আমি প্রমাণ দিয়ে দেব। সম্প্রতি রামিজ রাজা সাহেব শোয়েব মালিকের একটি ইন্টারভিউ নিয়েছিলেন। সেখানে উনি কী বলেছিলেন?'
Basit Ali ????️
— ЅᏦᎽ (@13hamdard) September 11, 2024
Shoaib Malik ne jaan bhoj k match harwaye hai i have proof
Usko mentor nahi banana chahye #PakistanCricket #BabarAzam pic.twitter.com/U4OWRPjmnH
প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি শোয়েব মালিককে মেন্টর পদে নিয়োগ করেছে। চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ককে স্ট্যালিয়ন্সদের মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। আগামী ১২ থেকে ২৯ সেপ্টেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হয়েছে। কিন্তু, শোয়েবকে বড় দায়িত্ব দিতেই রীতিমতো তেলে-বেগুনে জ্বলে ওঠেন বাসিত আলি।
আপাতত ৪২ বছর বয়সে পা রেখেছেন শোয়েব মালিক। কিন্তু, এখনও পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেননি। তবে ২০২১ সালের নভেম্বর মাসের পর থেকে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে শোয়েবের আর কোনও জায়গা হয়নি।
কয়েকদিন আগেই শোয়েব জানিয়েছিলেন যে ২০২৪ টি-২০ বিশ্বকাপের আগে তিনি একটি বড় অফার পেয়েছিলেন। তাঁকে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, পিসিবি-র এই অফার তিনি গ্রহণ করেননি।