শেষ আপডেট: 1st January 2025 10:51
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে গান গাইছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তাও আবার কিশোর কুমারের গান! কী হয়েছিল ঘটনাটি আসুন দেখে নেওয়া যাক।
একটা সময় ক্রিকেট বিশ্বে ত্রাস সঞ্চার করেছিলেন শোয়েব আখতার। বাঘা বাঘা ব্যাটাররাও তাঁর সামনে রীতিমতো কাঁপতেন। ২২ গজে একাধিক ব্যাটার শোয়েবের আগুন গতিতে আহতও হয়েছেন। কিন্তু তিনি যে এভাবে গান গাইতে পারেন, সেটা বোধহয় কেউ কল্পনা করতে পারেননি।
ভিডিওটি ২০১৪ সালে। সেইসময় সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে একটি রিয়ালিটি শো আয়োজন করা হয়েছিল। নাম - এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুছ ভি করেগা। এই অনুষ্ঠানের বিচারক ছিলেন ফারহা খান এবং অনু মালিক। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্রুষ্না অভিষেক এবং মোনা সিং। এই অনুষ্ঠানের ১৩ নম্বর এপিসোডে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' শোয়েব আখতার।
ফারহা খানই শোয়েবকে গান করার জন্য অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ এককথায় মেনে নেন পাকিস্তানের এই প্রাক্তন পেসার। সটান নিজের চেয়ার ছেড়ে মঞ্চে গাইতে চলে যান। গেয়েছিলেন কিশোর কুমারের বিখ্যাত 'রিমঝিম গিরে সাওয়ান'।
View this post on Instagram
প্রসঙ্গত, ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শোয়েব আখতারের। টেস্ট ক্রিকেটে (৪৬ ম্যাচ) তিনি ১৭৮টি, একদিনের ক্রিকেটে (১৬৩ ম্যাচ) ২৪৭টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে (১৫ ম্যাচ) ১৯টি উইকেট শিকার করেছিলেন। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তিনি ১২ বার পাঁচ উইকেট শিকার করেন। একদিনের ক্রিকেটে চারবার। যদিও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তার মধ্যে অন্যতম ছিল ড্রাগ সেবন। সেকারণে ২ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁকে নির্বাসিত করা হয়।