শেষ আপডেট: 20th January 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো: তিনি হোটেল থেকে বেরোলেন। টিম বাসে উঠলেন। স্টেডিয়ামে প্রবেশ করলেন। প্রায় দু’ঘণ্টার অনুশীলন সারলেন। তারপর অনুরাগীদের সই দিয়ে হাসতে হাসতে মাঠ ছাড়লেন। কোথাও এতটুকু অস্বস্তি বা চোটের লক্ষণ নজরে এল না। রবিবাসরীয় ইডেনে মহম্মদ শামির এই রিপোর্ট কার্ড কোচ, অধিনায়ক সহ দেশের তামাম ক্রিকেট অনুরাগীদের স্বস্তিতে রাখবে।
বুধবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। খাতায়-কলমে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। আসলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ড্রেস রিহার্সাল। ছন্দহীন ব্যাটিং লাইন আপ কতটা ফর্মে ফিরবে—এই প্রশ্নের চেয়েও গুরুতর হয়ে দেখা দিয়েছে বুমরা-বিহীন বোলিং লাইন আপের দুর্দশা ঢাকবে কে? সেক্ষেত্রে ভরসা যোগাতে পারেন মহম্মদ শামি। মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ। কিন্তু দীর্ঘদিন চোটের জেরে দলের বাইরে থাকা একজন বোলার কি পারবেন ফিরে এসেই দলকে অক্সিজেন জোগাতে? এরও আংশিক উত্তর মিলল রবিবার।
He's BACK ????????
— BCCI (@BCCI) January 20, 2025
Team India ????????
Mohd. Shami ????
Eden Gardens ????️
Just perfect ????????#TeamIndia | #INDvENG | @MdShami11 | @IDFCFIRSTBank pic.twitter.com/PwCuEOcaDA
শামির কামব্যাক ট্রেনিং সেশনের একটি বিশেষ ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করে বিসিসিআই। লেখা ‘ব্যাক অন ট্র্যাক’। ইডেনে বিকেল ৪ টে ১৫ মিনিটে পৌঁছনোর পর বোলিং কোচ মর্নি মর্কেল শামিকে অভ্যর্থনা জানান। পনেরো মিনিট বাদে নেটে বল হাতে দেখা যায় তাঁকে। রান আপ ছাড়া দুটিমাত্র ডেলিভারি করেন। তার আধ ঘণ্টা বাদে ছোট রান আপে কয়েকটি বল করতে দেখা যায় তাঁকে। এরই মধ্যে বলের গ্রিপিং নিয়ে মর্কেলের থেকে কিছু পরামর্শ নিতে দেখা যায় শামিকে। তারপর রাউন্ড দ্য উইকেটে বেশ কিছুক্ষণ নাগাড়ে একের পর এক ডেলভারি করে যান তিনি। রান আপে কোথাও এতটুকু যন্ত্রণা বা অস্বস্তির চিহ্ন ধরা পড়েনি।
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে দলের বাইরে রয়েছেন শামি। শেষবার তাঁকে খেলতে দেখা গেছিল বিশ্বকাপ ফাইনালে। ওই টুর্নামেন্টে ৭ ম্যাচে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি।