সাকিব আল হাসান
শেষ আপডেট: 9th January 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে চেন্নাইয়ের রিপোর্টের অপেক্ষায় রয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড বিসিবি। এর আগে ইংল্যান্ডের লাফবরো থেকে আসা রিপোর্ট সাকিবের অ্যাকশনকে মান্যতা দেয়নি। যার জেরে ঘরোয়া ও আন্তর্জাতিক সমস্ত ধরনের ক্রিকেট থেকে তাঁকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় আইসিসি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের কাউন্টি ম্যাচ চলাকালীন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি ওঠে। প্রথমে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড, তারপর খোদ আইসিসি-র কোপে পড়েন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।
এরপরই সবুজ সংকেত পেতে চেন্নাইয়ের একটি সেন্টারের দ্বারস্থ হন সাকিব। সেখানকার পরীক্ষার ফল এখনও হাতে আসেনি। সূত্রের খবর, আগামী দু-তিনদিনের মধ্যে তা সামনে আসবে। এই ডামাডোলের জেরে বাংলাদেশের ক্রিকেট বোর্ড আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল নির্বাচনের ঘোষণাও আপাতত স্থগিত রেখেছে। যদিও বিসিবি সভাপতি এ মাসের গোড়ায় জানান, চেন্নাই থেকে আসা রিপোর্টের বিষয়ে সকলে আশাবাদী। সাকিব দলে থাকবেন এমনটা ধরে নিয়েই তাঁরা এগোতে চাইছেন। একই সুরে সুর মিলিয়েছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-ও।
প্রসঙ্গত, সাকিব দেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন গত বছর, ভারতের বিরুদ্ধে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র অসন্তোষের ফলে দীর্ঘদিন দেশেও ফিরতে পারেননি আওয়ামী লিগের প্রাক্তন নেতা।