শেষ আপডেট: 30th September 2024 09:45
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বাংলাদেশের মাটিতে জাতীয় ক্রিকেট দলের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তবে তিনি এও জানিয়েছেন যে বাংলাদেশের মাটিতে পা রাখার আগে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সাকিবের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে জলঘোলা হতে শুরু করেছে। বাংলাদেশের এই তারকা ক্রিকেট অলরাউন্ডারের কাছে ইতিমধ্যে তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সাকিব আল হাসান আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। তাঁর ইচ্ছে, বাংলাদেশের মাটিতে তিনি জাতীয় ক্রিকেট দলের হয়ে শেষ টেস্ট ম্যাচটা খেলবেন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেট খেলতে নামবে। তবে এই ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সাকিব তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে চান।
উল্লেখ্য, সাকিব আল হাসান আওয়ামি লিগ সরকারের একজন প্রাক্তন সদস্য। বাংলাদেশে গণ অভ্যুত্থান চলাকালীন সাকিব সহ আরও ১৫৬ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ নিয়ে আসা হয়েছে। এই গণ অভ্যুত্থানের কারণে ইতিমধ্যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু, এই ছাত্র আন্দোলন নিয়ে সাকিব এখনও পর্যন্ত একটাও কথা বলেননি। সেকারণে বাংলাদেশি জনগণের একাংশ তাঁর উপর রীতিমতো রেগে আছেন।
এই পরিস্থিতিতে বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আবার সাকিবের এই অনুরোধের ব্যাপারে প্রতিক্রিয়া জানালেন। তিনি স্পষ্ট উল্লেখ করলেন, বাংলাদেশের বাকি ক্রিকেটারদের যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সাকিব আল হাসানকেও তেমনই নিরাপত্তা দেওয়া হবে। সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, জনরোষ থেকে দেশের প্রশাসন তাঁকে বাঁচাতে পারবে না। তাঁর কথায়, সাকিবের নিরাপত্তা সরকারের দায়িত্ব। কিন্তু, 'রাজনৈতিক নেতা' সাকিব আল হাসানের উপর দেশের জনগণ যেভাবে রেগে আছে, সেখানে নিরাপত্তা দেওয়া একেবারে সম্ভব নয়।
পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, 'গোটা বিষয়টা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনা করেছে। দেশের প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। সেটা আমরা অবশ্যই করব। তবে আপনাদের মনে রাখতে হবে, বর্তমানে সাকিব আল হাসানের দুটো পরিচয় রয়েছে। ক্রিকেটার হওয়ার পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদ। আওয়ামি লিগের হয়ে উনি সাধারণ নির্বাচনে লড়াই করেছিলেন। সাকিবের এই দ্বৈত সত্ত্বা নিয়ে ইতিমধ্যে জনরোষ তৈরি হয়েছে। আমরা শুধুমাত্র ক্রিকেটার সাকিবকেই নিরাপত্তা দিতে পারি। এটা আমাদের দায়িত্ব। উনি দেশে ফিরতে চাইলে আমরা অবশ্যই নিরাপত্তার ব্যবস্থা করব।'