শেষ আপডেট: 1st October 2024 19:41
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাইয়ে আয়োজিত এই সিরিজের প্রথম টেস্ট ম্য়াচে ২৮০ রানে হারার পর, দ্বিতীয় টেস্ট ম্য়াচে ৭ উইকেটে পরাস্ত হয়েছে। ভারতের কাছে এই লজ্জার হোয়াইটওয়াশ হওয়ার পর টাইগাররা আপাতত নিজেদের দোষত্রুটি খুঁজতেই ব্যস্ত।
ইতিমধ্যে একটি প্রশ্ন ক্রিকেট বিশ্বে ক্রমাগত ঘুরপাক খেতে শুরু করেছে। সেটা হল, কানপুরেই কি সাকিব আল হাসান তাঁর টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেললেন? ইতিপূর্বে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। তিনি জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঢাকার শের-এ-বাংলা স্টেডিয়ামে তিনি কেরিয়ারের শেষ টেস্ট ম্য়াচটা খেলতে চান। তবে বাংলাদেশে পা রাখার আগে তিনি সরকারের কাছে নিরাপত্তাও চেয়েছিলেন। জবাবে বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন যে সাকিব আল হাসানকে একজন ক্রিকেটার হিসেবে নিরাপত্তা দেওয়া হবে। তার বাইরে কিছু করা সম্ভব নয়। ফলে গোটা বিষয়টা এখনও যথেষ্ট অস্পষ্ট রয়েছে।
ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টে পরাজয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাতুরুসিংহেকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি বললেন, 'যতদুর আমি শুনেছি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবেন সাকিব আল হাসান।' এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।
প্রসঙ্গত, সম্প্রতি গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। তারপর থেকেই বাংলাদেশে আর ফেরেননি সাকিব আল হাসান। ক্রিকেটারের পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে। রাজনীতিতেও ইতিমধ্যে পা রেখেছেন তিনি। গণ অভ্যুত্থানের সময়ই সাকিবের বিরুদ্ধে হত্যার অভিযোগ নিয়ে আসা হয়েছিল। যদিও সেইসময় দেশেই ছিলেন না তিনি।
আশঙ্কা করা হচ্ছে, সাকিব দেশে পা রাখলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেকারণেই তিনি সবার আগে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে চান। এই পরিস্থিতিতে কানপুর টেস্টের পরই সাকিব অবসরের কথা ঘোষণা করবেন কি না, সেই ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।