শেষ আপডেট: 28th October 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট দল আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। এই সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল টাইগারবাহিনী। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে।
এই সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট দলকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে হবে। এই সিরিজে সাকিব আল হাসান আদৌ খেলবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সিরিজের জন্য বোর্ডের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজ খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু, বোর্ডের পক্ষ থেকে তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। আশঙ্কা করা হচ্ছে, আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজেও হয়ত তিনি খেলবেন না। বোর্ডের পক্ষ থেকে পরবর্তী কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত তাঁকে কিছু জানানো হয়নি। সোমবার ক্রিকবাজকে সাকিব আল হাসান জানিয়েছেন, 'আফগানিস্তানের বিরুদ্ধে আমি আদৌ খেলব কি না, সেইব্যাপারে কিছুই জানি না। বিসিবি-র পক্ষ থেকে এই সিরিজের ব্যাপারে আমার সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি।'
২০২৪ টি-২০ বিশ্বকাপের পরই এই ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করেছেন সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেট থেকেও তিনি অবসর গ্রহণ করবেন। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিবকে আর আদৌ ক্রিকেট খেলতে দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ভারতের বিরুদ্ধে আয়োজিত দুই টেস্ট ম্য়াচের সিরিজ চলাকালীন সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যার অভিযোগ নিয়ে আসা হয়েছিল। তবে যতক্ষণ না পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত হচ্ছেন, ততদিন বোর্ডের পক্ষ থেকে তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। কয়েকমাস আগেই বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল। সেইসময় সাকিবের বিরুদ্ধে অশান্তি প্রশ্রয় দেওয়া এবং হত্যার অভিযোগ উঠেছিল। যদিও সেইসময় সাকিব বিদেশে ক্রিকেট লিগ খেলছিলেন।
আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে আগামী ৬ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ম্য়াচ ৯ নভেম্বর এবং তৃতীয় ম্য়াচটি ১১ নভেম্বর আয়োজন করা হবে। সিরিজের প্রতিটা ম্য়াচই শারজায় খেলা হবে।