শেষ আপডেট: 5th November 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের কেরিয়ার আপাতত গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে আদৌ বাংলাদেশের এই ক্রিকেটার খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সদ্য সমাপ্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আম্পায়াররা একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
সম্প্রতি ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর সমারসেটের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্য়াচের অনফিল্ড আম্পায়ার সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এবার ইংল্যান্ডে ঘরোয়া টুর্নামেন্ট খেলার জন্য সাকিবকে ক্লিন চিট নিতে হবে।
সম্প্রতি সাকিব আল হাসান ভারতের বিরুদ্ধে টেস্ট ম্য়াচ খেলার আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছিলেন। তিনি সমারসেটের বিরুদ্ধে ৬০ ওভার বল করেন এবং ৯ উইকেট শিকার করেন। এই ম্য়াচে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন ডেভিড মিলস এবং স্টিভ ও শাঙ্ঘনেসি। কিন্তু, সাকিবের বিরুদ্ধে কে অভিযোগ করেছেন, সেই ব্যাপারে এখনও জানা যায়নি।
তবে এই অভিযোগের ব্যাপারে সাকিবকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। যদি ইংল্যান্ডে সাকিব একান্তই কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে চান, তাহলে তাঁকে আলাদা করে একটি টেস্ট দিতে হবে। যদিও তাঁর আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ব্যাপারে কোনও বাধা নেই। এটা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এরসঙ্গে আইসিসি কিংবা অন্য কোনও বোর্ডের সম্পর্ক নেই।
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর সাকিবকে আর বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া যায়নি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সময়ই তিনি লাল বলের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। বিদায়ী টেস্ট ম্যাচে তিনি দেশের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন। কিন্তু, নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে প্রথম একাদশে সুযোগ দেয়নি।