শেষ আপডেট: 11th October 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রাজনৈতিক সিংহাসন বদল প্রসঙ্গে এই প্রথমবার মুখ খুললেন টাইগারবাহিনীর তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় সাকিবের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছিল। কিন্তু, সেইসময় তিনি কানাডায় ক্রিকেট খেলছিলেন।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই অবসরের কথা ঘোষণা করেছিলেন সাকিব। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলে সাকিব আল হাসান অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও ইতিমধ্যে তিনি বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তাও দাবি করেছেন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর সাকিব সংযুক্ত আরব আমিরশাহী চলে যান। অন্যদিকে বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মেহমুদ জানান যে সাকিবকে নিরাপত্তা দেওয়া হবে।
বাংলাদেশের এই তারকা ক্রিকেটার তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশের সেইসকল ছাত্রদের আমি সম্মান জানাতে চাই যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং ভেদাভেদহীন এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। জীবন হারানোর যে ক্ষতি, তা কিছুতেই পূরণ করা সম্ভব নয়। কোনওকিছু একটা মানুষের জীবন ফিরিয়ে আনতে পারে না। বিপদের সময় আমার মৌনতা যাঁদের আহত করেছে, তাঁদের প্রত্যেকের ভাবনাকে আমি সম্মান জানাতে চাই। পারলে আমাকে ক্ষমা করবেন।'
সম্প্রতি ভারতের বিরুদ্ধে সাকিব আল হাসানের পারফরম্য়ান্স একেবারে নজর কাড়তে পারেনি। তিনি প্রথম ম্য়াচে যথাক্রমে ৩২ এবং ২৫ রান করেন। একটাও উইকেট শিকার করতে পারেননি। এরপর দ্বিতীয় ম্য়াচে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার যথাক্রমে ৯ এবং ০ রান করেন। যদিও চারটে উইকেট তিনি শিকার করেছিলেন।