শেষ আপডেট: 16th March 2025 18:10
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা আসছেন শাহরুখ খান। তবে কোনও ফিল্মের প্রচারে নয়। তাঁর দল কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন জোগাতে।
সূত্রের খবর, আগামি ২২ মার্চ ইডেনে হাজির থাকার কথা শাহরুখের। সকালেই কলকাতা পৌছে যাবেন তিনি। ওইদিন আইপিএলের শুভারম্ভ। মাঠে নামবে দুই যুযুধান পক্ষ কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একদিকে অজিঙ্কা রাহানের নেতৃত্বে কলকাতা। অন্যদিকে বিরাট কোহলি সরে যাওয়ার পর রজত পাতিদারের কাঁধে আরসিবি-কে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট৷
হোম ম্যাচ হোক চায় অ্যাওয়ে। এর আগে বহুবার শাহরুখকে গ্যালারি শোয়ে মেতে উঠতে দেখা গিয়েছে। দলকে উজ্জীবিত করে গেছেন। মাঠ পরিক্রমা করেছেন। ছবি তুলেছেন ক্রিকেটারদের সঙ্গে। সেল্ফি বিলিয়েছেন ভক্তদের৷ এবারও কি চেনা মেজাজে ধরা দেবেন কিং খান?
আপাতত জানা গিয়েছে, এবার আইপিএল চিরাচরিত উদ্দীপ্ত মূর্তিতে দেখা নাও যেতে পারে শাহরুখকে। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন তিনি। চলতি বছর জুন মাসেই ফ্লোরে নামতে চলেছে আসন্ন ছবি— ‘কিং’। তার জন্য শুটিংয়ের কাজে ব্যস্ত থাকতে চলেছেন শাহরুখ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি পরের বছর মাঝামাঝি সময়ে রিলিজ করার কথা। ওই ফিল্মে ডনের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। পুরোদস্তুর অ্যাকশন ড্রামা। তাই অ্যাকশন দৃশ্যগুলির জন্য ইতিমধ্যে যথেষ্ট ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি৷
এ ছাড়া দু'বছর বাদে মুক্তি পেতে চলেছে আরেকটি বড় প্রজেক্ট ‘টাইগার ভার্সেস পাঠান’। যেখানে সলমন ও শাহরুখকে একত্রে স্ক্রিন শেয়ার করতে দেখবেন অনুরাগীরা। যশ রাজ ফিল্মসের ব্যানারে প্রযোজিত একগুচ্ছ স্পাই থ্রিলার (স্পাই ইউনিভার্স)-এর স্বপ্নের প্রজেক্ট হতে চলেছে দুই সুপারস্টার অভিনীত আসন্ন ছবি।
এই সমস্ত কারণেই ব্যস্ত থাকতে চলেছেন শাহরুখ৷ ফলে এবার তাঁকে সেভাবে ইডেন মাতাতে দেখা যাবে না বলে খবর সূত্রের।