শেষ আপডেট: 24th September 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ২৮০ রানে একপেশে জয় হাসিল করেছে। দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে সরফরাজ খানেরও।
প্রথম টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি সরফরাজ। তাঁর জায়গায় প্লেয়িং ইলেভেনে সুযোগ পেয়েছেন কেএল রাহুল। যদিও চেন্নাই টেস্ট ম্যাচে কেএল রাহুল বিশেষ কোনও পারফরম্যান্স করতে পারেননি। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, দ্বিতীয় টেস্ট ম্যাচে রাহুলের পরিবর্তে সরফরাজকে সুযোগ দেওয়া হতে পারে।
যদিও দ্বিতীয় টেস্ট ম্যাচে সরফরাজ খানকে নেওয়া হবে কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই কারণেই ইরানি ট্রফি থেকে সরফরাজকে রিলিজ করে দেওয়া হয়েছে। আবার এমনও হতে পারে যে বাংলাদেশের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচে সরফরাজ সুযোগও না পেতে পারেন।
এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর মনে করেন, যদি টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটার চোট না পান তাহলে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সরফরাজ খানের জায়গা পাওয়া যথেষ্ট কঠিন হতে পারে। সূত্রের খবর, লখনউ থেকে কানপুর যাওয়া সরফরাজের পক্ষে খুব একটা কঠিন হবে না। দরকার পড়লে তিনি অনায়াসেই ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করতে পারবেন।