শেষ আপডেট: 8th October 2024 14:24
দ্য ওয়াল ব্য়ুরো: ২০২৪ ইরানি ট্রফিতে সম্প্রতি ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন ভারতীয় ব্যাটার সরফরাজ খান। তাঁর ইনিংসের দৌলতেই কার্যত ইরানি ট্রফি জিতেছিল মুম্বই ক্রিকেট দল। তবে আগামী রনজি ট্রফিতে সরফরাজ খানকে মুম্বই ক্রিকেট দলে রাখা হল না। প্রথম ম্যাচে অন্তত তাঁকে মুম্বইয়ের স্কোয়াডে রাখা হয়নি।
আগামী ১১ অক্টোবর থেকে রনজি ট্রফির যাত্রা শুরু করবে মুম্বই ক্রিকেট দল। প্রথম ম্যাচে তাদের বরোদার বিরুদ্ধে খেলতে হবে। এরপর ১৮ অক্টোবর মুম্বইকে খেলতে হবে মহারাষ্ট্রের বিরুদ্ধে। তবে আসন্ন রনজি ট্রফির প্রথম ২ ম্যাচে সরফরাজ খানকে মুম্বই ক্রিকেট দলে রাখা হয়নি।
আশা করা হচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে সরফরাজ খানকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হতে পারে। মুম্বইয়ের প্রথম ২ ম্যাচ চলাকালীন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচও সমান্তরালভাবে চলবে। আর সেকারণেই মুম্বই ক্রিকেট স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। গত রনজি মরশুমে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল মুম্বই। অজিঙ্কা রাহানের নেতৃত্বে তারা খেতাব জয় করেছিল।
সম্প্রতি ইরাানি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেন সরফরাজ খান। রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি মুম্বইয়ের হয়ে দুর্দান্ত ডবল সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে সরফরাজের ব্যাট থেকে ২২২ রান বেরিয়ে এসেছিল। তাঁর ওই ইনিংসের দৌলতেই মুম্বই খেতাব জয় করে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান। কিন্তু, প্লেয়িং ইলেভেনে জায়গা হয়নি তাঁর। আশা করা হচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ায় তাঁকে সুযোগ দেওয়া হতে পারে।
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, আয়ুশ মাথরে, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ লাড়, সূর্যাংশ শোডগে, হার্দিক তোমরে (উইকেটকিপার), শামস মুলানি, তনুশ কোটিয়ান, হিমাংশু সিং, শার্দূল ঠাকুর, মোহিত অবস্তি, মহম্মদ জুনেইদ খান এবং রয়স্টন ডয়স।