শেষ আপডেট: 24th October 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচ শুরু হয়ে গিয়েছে। গত ম্য়াচে ৮ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। সেকারণে রোহিত শর্মার দল দ্বিতীয় টেস্ট ম্য়াচের শুরু থেকেই সাবধানী পা ফেলছেন। ইতিমধ্যে প্রথম দিনের লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ড এখনও পর্যন্ত জোড়া উইকেট হারিয়ে ৯২ রান করেছে। আপাতত উইকেটে রয়েছেন ডেভন কনওয়ে (৪৭) এবং রাচিন রবীন্দ্র (৫)।
বৃহস্পতিবার টস জিতে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম লাথাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে রোহিত শর্মাও জানিয়েছিলেন যে তিনিও টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে তিনটে পরিবর্তন করা হয়। দলে এসেছেন শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপ। বাদ পড়েছেন কেএল রাহুল, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।
যাইহোক শুরু হল খেলা। আশা ছিল, পুনের উইকেট স্পিন সহায়ক হবে। হলও তাই। প্রথম দিনের প্রথম সেশনে দুটো উইকেটই শিকার করলেন টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৭.৫ ওভারে মাত্র ১৫ রান করে ফিরতে হল কিউই অধিনায়ক তথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের ওপেনার টম লাথামকে। অশ্বিনের বলে তিনি এলবিডব্লিউ হয়ে যান।
২৩.৬ ওভারে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। এবার ফিরে গেলেন উইল ইয়ং। মাত্র ১৮ রান করলেন তিনি। এবারও বোলার সেই অশ্বিন। ভারতীয় উইকিপার ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইয়ং।
তবে এই উইকেটের জন্য সরফরাজ খানের একটা আলাদা কৃতিত্ব অবশ্যই প্রাপ্য। প্রথমে অনফিল্ড আম্পায়ার এই আউট দিতে চাননি। কিন্তু, সরফরাজ খান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেন যে একটা শব্দ তিনি শুনতে পেয়েছেন।
— Kirkit Expert (@expert42983) October 24, 2024
— Kirkit Expert (@expert42983) October 24, 2024
— Kirkit Expert (@expert42983) October 24, 2024
প্রথমে রোহিত সরফরাজের কথায় পাত্তাই দেননি। কিন্তু সরফরাজও নাছোড়। তিনি ক্রমাগত বোঝানোর চেষ্টা করেন যে বলটা ইয়ংয়ের গ্লাভস স্পর্শ করে ঋষভের গ্লাভসে জমা পড়ে। শেষপর্যন্ত অধিনায়ক রোহিত ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই সিদ্ধান্তের সুফল টিম ইন্ডিয়া হাতেনাতে পেল।