শেষ আপডেট: 8th November 2024 21:24
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ব্যাট হাতে কার্যত জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার ওপেনার সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার পর, প্রোটিয়াদের বিরুদ্ধে তিনি হাফসেঞ্চুরি করেন। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করার সুযোগ পেয়ে নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন তিনি।
ডারবানের কিংসমিডে টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। সেকারণে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে নামতে হয়েছে। এই ম্য়াচের শুরু থেকেই প্রোটিয়া বোলারদের পেটাতে শুরু করেন সঞ্জু। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। এরমধ্যে তিনটে চার এবং পাঁচটা ছক্কা রয়েছে। এর থেকেই স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে কতটা বিধ্বংসী ব্যাটিং করছেন তিনি। আপাতত সঞ্জুর সঙ্গে ব্যাট করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিলক বর্মা। ১০ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ৯৯ রান করেছে।
এই ম্য়াচে ভারতের এখনও পর্যন্ত একটাই উইকেট পড়েছে। আর সেটা টিম ইন্ডিয়ার অপর ওপেনার অভিষেক শর্মার। অভিষেক মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। চতুর্থ ওভারে বল করতে আসেন জেরাল্ড কোয়েৎজি। ওভারের প্রথম বলটা অফসাইডের সামান্য বাইরে পড়েছিল। অভিষেক বলটা ওড়াতে চেয়েছিলেন। কিন্তু, ব্যাটে-বলে টাইমিং একেবারে ভালো হয়নি। বলটা তাঁর ব্যাটের অনেকটাই উপরের দিকে লাগে। মিড অফ থেকে অনেকটা পিছনের দিকে দৌড়ে যান মারক্রাম। অসাধারণ একটি ক্যাচ ধরেন তিনি।
৮.৬ ওভারে ফিরে যান সূর্যকুমার যাদব। ওভারের শেষ বলটা স্লোয়ার করেন ক্রুগার। সূর্য লেগ সাইডে বলটা মারতে গিয়েছিলেন। কিন্তু, বলের গতি নির্ধারণ করতে পারেননি। অ্যান্ডিল সিমেলেন ডিপ স্কোয়ার লেগে দৌড়তে থাকেন। তিনি কোনও ভুল করেননি। শেষপর্যন্ত সূর্যকেও ১৭ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। জোড়া বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।