শেষ আপডেট: 8th November 2024 22:04
দ্য ওয়াল ব্যুরো: তিলক বর্মার জন্মদিনে দুর্দান্ত একটি শতরান উপহার দিলেন সঞ্জু স্যামসন। ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের কার্যত শাসন করলেন ভারতের এই ওপেনার। সঞ্জুর ব্যাট বল এলেই সেটা বাউন্ডারির বাইরে চলে যাচ্ছিল। একটা সময় তো ডট বলও বিরল দৃশ্য বলে মনে হচ্ছিল। অবশেষে এল কাঙ্খিত শতরান। ৪৭ বলে সেঞ্চুরি করলেন তিনি।
টি-২০ ক্রিকেটে আপাতত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়োচ্ছেন সঞ্জু স্যামসন। পর দুটো ম্য়াচে তিনি শতরান করলেন। ইতিপূর্বে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই ম্য়াচেও টাইগার বোলারদের তিনি কচুকাটা করেছিলেন। ওই ম্যাচে ঠিক যেখানে শেষ করেছিলেন সঞ্জু, প্রোটিয়াদের বিরুদ্ধে ঠিক সেই জায়গা থেকেই যেন শুরু করলেন তিনি।
গৌতম গম্ভীর একবার বলেছিলেন, যদি ভারতীয় ক্রিকেট দলে সঞ্জু স্য়ামসন না থাকেন, তাহলে সেটা টিম ইন্ডিয়ারই লোকসান। গম্ভীরের এই কথাটার প্রতি সুবিচার করলেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার। এই ইনিংসে তিনি এখনও পর্যন্ত সাতটি বাউন্ডারি এবং ৯ ছক্কা হাঁকিয়েছেন।
দুর্দান্ত ব্যাটিংয়ের পর ১০৭ রানে তিনি আউট হয়ে গেলেন। ১৫.৪ ওভারে ফুরিয়ে গেল সঞ্জু ধামাকা। পিটারের ডেলিভারিটা মিডল এবং লেগ স্টাম্পের মধ্যে ছিল। এদিকে স্যামসন ছিলেন মারমুখী মেজাজে। বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা উপরের দিকে উঠে যায়। শেষপর্যন্ত ডিপ মিড উইকেটে ত্রিস্তান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হল। সঞ্জু যখন ফিরে যাচ্ছিলেন, সেইসময় গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে করতালিতে তাঁকে স্বাগত জানায়। প্রসঙ্গত, সঞ্জুই প্রথম ব্যাটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাক টু ব্যাক শতরান করলেন।