শেষ আপডেট: 12th October 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে আপাতত যেটা চলছে, সেটাকে খেলা বলা যায় না। বরং ছেলেখেলা বলা যেতে পারে। সৌজন্যে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। যে আগুন মেজাজে তিনি ব্যাট করছেন, তাতে একেবারে ছারখার হয়ে যাচ্ছেন বাংলাদেশের বোলাররা। ইতিমধ্যে দুরন্ত শতরানে (৪০ বলে ১০০ রান) নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন। অবশেষে ১১১ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।
তৃতীয় টি-২০ ম্য়াচে শুরু থেকেই রণংদেহি মেজাজে দেখতে পাওয়া গিয়েছিল মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। অনেকে ইতিমধ্যে বলতে শুরু করেছেন, শনিবারের রাতে সঞ্জু যেন বাংলাদেশের বিরুদ্ধে খেলছিলেন না। তিনি সেই সকল সমালোচকদের বিরুদ্ধে খেলছিলেন যাঁরা বলেছিলেন এই ম্য়াচে সঞ্জুর পরিবর্তে জীতেশ শর্মাকে সুযোগ দেওয়া হোক।
এদিকে আবার অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের রেকর্ড। টি-২০ বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে ছিলেন। কিন্তু, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আয়োজিত তৃতীয় টি-২০ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকালেন সঞ্জু।
দশম ওভারে বল করতে এসেছিলেন রিশাদ হোসেন। ওভারের প্রথম বলটায় কোনও রান করতে পারেননি সঞ্জু। দ্বিতীয় বলে তিনি সামনের পা থেকে বলটা তুলে ছক্কা হাঁকান। তৃতীয় বলটা লং অফের উপর দিয়ে পাঠালেন মাঠের বাইরে। চতুর্থ বলটা একেবারে স্ট্রেট ড্রাইভে ছক্কা হাঁকালেন তিনি। পঞ্চম বলে লং লেগের উপর দিয়ে। ওভারের শেষ বলটা পুল করে ছক্কা হাঁকালেন তিনি।