শেষ আপডেট: 13th November 2024 21:10
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার হয়ে এক লজ্জার রেকর্ডবুকে নাম লেখালেন সঞ্জু স্যামসন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পরপর ২ ম্যাচে শূন্য রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এমন নজির গড়েছিলেন কেএল রাহুল। চলতি বছর আফগানিস্তানের বিরুদ্ধে এই একই লজ্জার সাক্ষী হয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন (টি-২০) অধিনায়ক রোহিত শর্মা। আর এবার সঞ্জু স্যামসনের পালা।
তৃতীয় টি-২০ ম্য়াচে টস জেতেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক এইডেন মারক্রাম। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রোটিয়া ব্রিগেডের হয়ে বল করতে আসেন মার্কো জেনসেন। ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই তিনি সঞ্জুর অফ স্টাম্প উড়িয়ে দেন। টিম ইন্ডিয়ার এই ওপেনার ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।
ইতিপূর্বে, ভারতীয় ক্রিকেট দলের প্রথম টি-২০ ব্যাটার হিসেবে পরপর ২ ম্য়াচে শতরান করেছিলেন স্যামসন। প্রথমে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে তিনি দুর্ধর্ষ শতরান করেন। এরপর চলতি সিরিজের প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস দেখতে পাওয়া যায়। কিন্তু, এরপর দুটো ম্য়াচে তিনি রানের খাতা খুলতে না পারার কারণে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন। সকলেই স্বীকার করছেন, জোড়া শতরান করলেও ব্যাটার হিসেবে সঞ্জুর মধ্যে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৩ নভেম্বর) সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তিনি অভিযোগ করেন যে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার কারণে তাঁর ছেলের ১০ বছর নষ্ট হয়ে গিয়েছে। এই মন্তব্যের পর সঞ্জুকে নিয়ে আরও বেশি করে ট্রোলিং শুরু হয়ে গিয়েছে।
#SanjuSamson #INDvsSA
— Mr X (@notYour_guy_) November 13, 2024
Thanku Thala ,Virat and Rohit for keeping this fraud slogger away for all this time ???? pic.twitter.com/UGDUAWn8ow
Sanju Samson's Last 5 T20I Innings
— ASHER. (@ASHUTOSHAB10731) November 13, 2024
(Outside India)
Duck
Duck
Century
Duck
Duck*#INDvSA
Sanju Samson is a flat track bully.
— Aftab (@ahmadktweets) November 13, 2024
তবে তৃতীয় টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে দাপুটে ব্যাটিং করছেন অভিষেক শর্মা (৪২) এবং তিলক বর্মা (৩৪)। গত ২ ম্য়াচে অভিষেক বড় রান না পাওয়ায়, তাঁকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অবশেষে নিন্দুকদের যোগ্য জবাব দিচ্ছেন তিনি। সাত ওভার শেষে টিম ইন্ডিয়া ১ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে।