শেষ আপডেট: 10th November 2024 15:00
দ্য ওয়াল ব্যুরো: রবিবার (১০ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। গত ম্যাচের সেঞ্চুরিয়ন সঞ্জু স্যামসনের সামনে এবার মহারেকর্ড গড়ার হাতছানি রয়েছে। যদি এই ম্যাচেও তিনি শতরান করতে পারেন, তাহলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারবেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে সঞ্জু স্যামসন ছাড়া এখনও পর্যন্ত মাত্র তিনজন ব্যাটারই পরপর দুটো টি-২০ ম্যাচে সেঞ্চুরি করেছেন। তাঁরা হলেন ফ্রান্সের গাস্তভ ম্যাকেন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো এবং ইংল্যান্ডের ফিল সল্ট।
শুক্রবার ডারবানের কিংসমিড ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সঞ্জু স্যামসন মাত্র ৪৭ বলে শতরান করেছিলেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনিই সবথেকে দ্রুতগতিতে সেঞ্চুরি করেন। ২৯ বছর বয়সি এই ক্রিকেটার তাঁর ঝোড়ো ইনিংসকে ১০ ছক্কা এবং সাতটি বাউন্ডারি দিয়ে সাজিয়েছেন। এই সেঞ্চুরির পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে সঞ্জু ব্যাক টু ব্যাক ম্যাচে শতরান করলেন।
এই ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন। গোটা ম্যাচ জুড়েই তাঁর ধামাকাদার ব্যাটিং দেখতে পাওয়া যায়। সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। আর সেকারণে ১৫ ওভারের মধ্যে টিম ইন্ডিয়া ১৬০ রানের চৌকাঠ স্পর্শ করে। যদিও সেঞ্চুরি করতে না করতেই সঞ্জু নিজের মনোসংযোগ হারিয়ে ফেলেন। ১০৭ রানে তিনি নকাবায়োমজি পিটারের বলে ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।