শেষ আপডেট: 18th November 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে।
তবে এই সিরিজে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিয়েছেন সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা। চারটে ম্যাচের মধ্যে তাঁরা জোড়া শতরান করেছেন। সিরিজের চতুর্থ তথা অন্তিম ম্যাচে কার্যত এই দুই ব্যাটারের তাণ্ডবলীলায় টিম ইন্ডিয়া ১৩৫ রানে জয়লাভ করে।
কিন্তু, প্রশ্ন হল এমন বিধ্বংসী পারফরম্যান্সের পরও টিম ইন্ডিয়ায় ভবিষ্যৎ অনিশ্চিত সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার? কারণটা খুব স্পষ্ট। ভারতের একটা ক্রিকেট দল আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছে। বর্ডার-গাভাসকার ট্রফিতে এই দলকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। এই স্কোয়াডেই রয়েছেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। এরপর তাঁরা যখন টি-২০ স্কোয়াডে ফিরবেন, তখন ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসন এবং তিলক বর্মাকে কোথায় জায়গা দেবেন।
এই ব্যাপারে ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে প্রশ্নও করা হয়েছিল। তিনি কার্যত প্রশ্নটা এড়িয়ে যান। বলেন, 'এই ব্যাপারে এখন আমাকে কোনও প্রশ্ন করবেন না। একথা সত্যি যে টিম ইন্ডিয়ায় একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। তবে আপাতত এই জয়টা উপভোগ করতে দিন।'