শেষ আপডেট: 12th December 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪ আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্ট একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। টুর্নামেন্ট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল। একটি ম্যাচ হারার কারণে লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা অধিনায়ক কেএল রাহুলের উপর বেজায় খাপ্পা হয়েছিলেন। এই ঘটনার পর মেগা অকশনের ঠিক আগেই রাহুলকে রিলিজ করে দেওয়া হয়।
শোনা যাচ্ছিল, রাহুল নাকি নিজেই লখনউ শিবির ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু, ২০২৫ আইপিএল মেগা অকশনে লখনউ ফ্র্যাঞ্চাইজিও রাহুলকে আবার দলে ফেরানোর জন্য কোনও দর হাঁকেনি। এই গোটা বিষয়টা দেখার পর সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠতে শুরু করেছে, সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুলের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। অবশেষে এই ব্যাপারে সঞ্জীব গোয়েঙ্কা নিয়েই মুখ খুলেছেন।
সম্প্রতি TRS পডকাস্টে এসেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেখানে লখনউ সুপার জায়ান্ট দলের মালিক বললেন, 'কেএল রাহুল বরাবরই আমার পরিবারের অংশ। আগামীদিনেও থাকবে। লখনউকে ও তিন বছর নেতৃত্ব দিয়েছে। ওর অধিনায়কত্বে আমাদের দল ভাল পারফরম্যান্সও করেছে। তবে যা কিছু হোক না কেন, আমি দেখতে চাই যে ও আরও এগিয়ে যাক।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'রাহুল একজন সৎ প্রকৃতির মানুষ। আমি মনে করি একজন সৎ মানুষের সবসময় ভালই হয়ে থাকে। আমি দেখতে চাই এই সততা নিয়েই ও আরও এগিয়ে যাক। ওর মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। সেটা ক্রিকেট বিশ্বের সামনে তুলে ধরুক আমার শুভেচ্ছা সবসময় ওর সঙ্গে রয়েছে।'