শেষ আপডেট: 12th November 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান আচমকাই সংবাদ শিরোনামে উঠে এসেছেন। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির পর আরিয়ান ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছেন। অনয়া হওয়ার পর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এই পোস্টে আরিয়ান লিখেছেন, ক্রিকেট খেলাকে তিনি খুব ভালবাসতেন। কিন্তু, রূপান্তরকামী মহিলাদের জন্য কোনও ক্রিকেট ম্যাচ খেলা হয় না। সেকারণেই সুযোগ পাচ্ছেন না তিনি। পাশাপাশি কতটা কঠিন পথ অতিক্রম করে তিনি আরিয়ান থেকে অনয়া হয়েছেন, সেটাও ওই পোস্টে জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ২ পাতার একটি লম্বা পোস্ট করেছেন আরিয়ান। সেখানেই তিনি সেই দুঃখের গল্প শেয়ার করেছেন। তিনি লিখেছেন, বাবাকে দেখে আমিও ক্রিকেট খেলার জন্য যথেষ্ট অনুপ্রাণিত হয়েছিলাম। পাশাপাশি ২২ গজে রাজত্ব করার জন্য আমি দিন-রাত অনুশীলন করেছিলাম।
Anaya Bangar, Sanjay Bangar’s daughter.
— Gaurav Nandan Tripathi ???? (@Cric_Beyond_Ent) November 10, 2024
She loved to play cricket, but ICC’s decision against transgender women playing cricket has dusted her dreams of playing the game.
Trans women deserve to play the game they love! ICC needs to have better policies and regulations pic.twitter.com/kxx18ffrZc
তবে এখনও পর্যন্ত ট্রান্সজেন্ডার মহিলাদের জন্য কোনও ক্রিকেট খেলা চালু হয়নি। সেকারণে খানিকটা দুঃখও প্রকাশ করলেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ছেলে আরও জানালেন, তিনি কোনওদিন কল্পনাই করতে পারেননি, যে খেলাকে তিনি এতটা ভালবাসেন, সেখান থেকেই এতটা দূরে তাঁকে চলে আসতে হবে। আরিয়ান স্বীকার করেন, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির পর শরীরে বেশ কয়েকটি পরিবর্তন আসে। তাঁর পেশির শক্তি এবং শারীরিক জোর আগের তুলনায় অনেকটাই কমতে শুরু করেছে।
রূপান্তরকামী মহিলা ক্রিকেটারদের ক্রিকেট খেলার কোনও সুবিধা না থাকার কারণে প্রশ্ন তুললেন আরিয়ান। তিনি লিখেছেন, আমার মধ্যে প্রতিভা কম ছিল বলে যে এই খেলাটার সঙ্গে দুরত্ব তৈরি করেছি, ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। নিয়মের অভাবের কারণেই আমাকে এই খেলার সঙ্গে দুরত্ব তৈরি করতে বাধ্য হয়েছি। শেষকালে তিনি আবেদন করেছেন, ট্রান্সজেন্ডার মহিলাদের জন্য যেন এই খেলা শুরু করা হয়। সেক্ষেত্রে অনেকেই নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারবেন।