শেষ আপডেট: 6th January 2025 14:31
দ্য ওয়াল ব্যুরো : সমরজিৎ সিং গায়কোয়াড়। নামটা আপনাদের অনেকের কাছেই অজানা হতে পারে। কিন্তু, এই মানুষটা একটা সময় রনজি ট্রফিতে দাপুটে পারফরম্যান্স করতেন। তার থেকেও বড় কথা, সমরজিৎ সিংয়ের সম্পত্তির পরিমাণ শুনলে আপনাদের চক্ষু চড়কগাছ হতেই পারে। হ্যাঁ, ঠিক তাই। ভারতের এই ক্রিকেটারের মোট সম্পত্তির পরিমাণ ২০,০০০ কোটি টাকা। এই অঙ্কটার সামনে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলি, কেউ ধোপে টিকতে পারবেন না। আসুন, বিস্তারিতভাবে এই ভারতীয় ক্রিকেটারের পরিচয় জেনে নেওয়া যাক।
১৯৬৭ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন সমরজিৎ সিং। রয়্যাল গায়কোয়াড় পরিবারে তাঁর জন্ম। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি তাঁর অমোঘ আকর্ষণ ছিল। দুন স্কুলের হয়ে তিনি ফুটবল, টেনিস এবং ক্রিকেট খেলায় অংশগ্রহণ করতেন। আর্থিক আতিশয্যে শৈশব কাটলেও, তাঁর চোখে ছিল ক্রিকেটার হওয়ার স্বপ্ন। বরোদার হয়ে খেলেছেন রনজি ট্রফি। ভারতীয় ক্রিকেট ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য।
প্রসঙ্গত, ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বরোদার হয়ে তিনি ছ'টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেন। এরপর বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও তিনি বেশ কয়েকবছর দায়িত্ব সামলেছেন। আপাতত মোতি বাগ স্টেডিয়ামে তিনি আপাতত একটি ক্রিকেট অ্যাকাডেমি চালাচ্ছেন।
বরোদার মহারাজা হওয়ার সুবাদে সমরজিৎ সিং গায়কোয়াড় লক্ষ্মী বিলাস প্রাসাদে থাকেন। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাইভেট রেসিডেন্স। প্রায় ৫০০ একর জমির উপর এই প্রাসাদ গড়ে তোলা হয়েছে। ক্রিকেট ছাড়াও গলফ খেলার প্রতি ঝোঁক রয়েছে সমরজিৎ সিংয়ের। লক্ষ্মী বিলাস প্রাসাদের মধ্যে তিনি একটি ১০-হোল গলফ কোর্স এবং ক্লাব হাউস তৈরি করেছেন। ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির হাত ধরেছিলেন সমরজিৎ সিং। কিন্তু, ২০১৭ সালের পর থেকে তাঁকে আর রাজনীতির ময়দানে দেখতে পাওয়া যায়নি। ভারতের বর্তমান ক্রিকেট সমর্থকদের কাছে তাঁর পরিচয় অনেকের কাছেই অজানা রয়েছে।