শেষ আপডেট: 16th January 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো : বলিউডের স্বনামধন্য অভিনেতা সইফ আলি খান। তবে অভিনয়ের পাশাপাশি ক্রিকেটও তাঁর রক্তে রয়েছে। কারণ তাঁর বাবা হলেন টিম ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি। তবে শুধু বাবা'ই নন, সইফের ঠাকুরদা ইফতিকার আলি খান পতৌদিও ভারতের হয়ে ক্রিকেট খেলেছিলেন। এমনকী, তাঁরা দুজনেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন।
ছয় এবং সাতের দশকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে দাপুটে পারফরম্যান্স করেছিলেন মনসুর আলি খান পতৌদি। মারাত্মক একটি দুর্ঘটনায় তাঁর একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু, এই প্রতিবন্ধকতা তাঁর কেরিয়ারের পথ আটকাতে পারেনি। অন্যদিকে ইফতিকার আলি খান পতৌদি ভারত এবং ইংল্যান্ড দুই দেশের হয়েই ক্রিকেট খেলেছিলেন। ফলে সইফ যে উত্তরাধিকার সূত্রে ক্রিকেট খেলা পেয়েছিলেন, তা বলাই বাহুল্য। কিন্তু, ক্রিকেট ছেড়ে তিনি শেষপর্যন্ত অভিনয়ই বেছে নিয়েছিলেন।
এই উত্তর অবশ্য সইফ নিজেই দিয়েছেন। জানিয়েছেন, ছোটবেলায় একেবারেই তাঁর মানসিকভাবে স্থির ছিলেন না। আর এটাই ক্রিকেট খেলার জন্য সবথেকে বেশি দরকার। কিন্তু, অভিনয় করতে তিনি যথেষ্ট ভালবাসতেন। আর সেকারণেই এটাকে তিনি নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন।
সইফ বলেন, 'ক্রিকেটটা আমার রক্তেই ছিল। আমার বাড়িতে এই খেলাটাকেই একটা আলাদা ধর্ম হিসেবে দেখা হত। শুধুমাত্র আমার বাবা নন, আমার ঠাকুরদাও ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। এমনকী তাঁরা দুজনে টিম ইন্ডিয়ার অধিনায়কও ছিলেন।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমার ঠাকুরদা তো আবার ডন ব্র্যাডম্যানের বিরুদ্ধেও খেলেছিলেন। আমিও ক্রিকেট খেলা শুরু করেছিলাম। কিন্তু, এই খেলার মধ্যে যথেষ্ট মানসিক চাপ নিতে হয়। ক্রিকেট খেলার জন্য প্রচন্ড ধৈর্য্য এবং সময় দরকার। আর এই জিনিসটাই আমার মধ্যে নেই। সেকারণে আমি খুব বেশি ক্রিকেট খেলিনি। ক্রিকেট নিয়ে আমার কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে গিয়েছিল।'