শেষ আপডেট: 12th November 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো: সিংহম এগেইন-এর পরিচালক রোহিত শেঠি এবং অজয় দেবগণ সম্প্রতি একটি ইন্টারভিউয়ে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছেন। ইতিমধ্যে হার্দিক পান্ডিয়ার ট্রোলিং প্রসঙ্গে মন্তব্যও করেন রোহিত। তাঁর কথায়, গত এক-দেড় বছরে হার্দিকের কেরিয়ার যথেষ্ট 'সিনেম্যাটিক' বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি রোহিত এও জানিয়েছেন যে মহেন্দ্র সিং ধোনির থেকে অনেককিছু শিখতে পেরেছেন তিনি।
রোহিত শেঠি এবং অজয় দেবগণ জানিয়েছেন, দেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে তিনি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে সবথেকে বেশি পছন্দ করেন। রনবীর অহলাবাদিয়ার পডকাস্ট শো-য়ে তাঁদের প্রশ্ন করা হয়েছিল যে রোহিত এবং বিরাটের তুলনায় আরও তরুণ ক্রিকেটারদের মধ্যে কাকে পছন্দ করেন তাঁরা? জবাবে রোহিত শেঠি বললেন, 'ওই স্তরে নামলে তো আমরাই ওদের আদর্শ হয়ে যাব।' ইতিমধ্যে অজয় দেবগণ বলেন, 'আরও তরুণ ক্রিকেটারদের মধ্যে তো সূর্যকুমার যাদবকে বেশ ভাল লাগে।' অজয় দেবগণের কথায়, অন্য ক্রিকেটারদের তুলনায় সূর্যকুমার যাদব অনেকটাই শান্ত থাকেন। পাশাপাশি জসপ্রীত বুমরাহেরও প্রশংসা করলেন তিনি।
ইতিমধ্যে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার প্রসঙ্গ ওঠে। এই প্রসঙ্গে রোহিত শেঠি বললেন, 'গত এক বছরে হার্দিকের জীবনটা একেবারে সিনেমার মতো হয়ে গিয়েছে। ওকে নিয়ে তো কম ট্রোলিং হয়নি। কিন্তু, দরকারের সময় ও বিশ্বকাপ জিতিয়েছে। এরপর সেই হার্দিককেই প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া হয়। এটা একেবারে সিনেমার মতো।'
Rohit Shetty talking about the cinematic last 1 year of Hardik Pandya. (Beer Biceps YT).pic.twitter.com/e7XJt7rZ5k
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 10, 2024
রোহিত শেঠি আরও বললেন, 'ওই একটা বছর ওর জীবন একেবারে সিনেমার মতো ছিল। একেবারে চরিত্র যেমন হয়। প্রথমে উপরে উঠল। তারপর নীচে নামল। এতটাই নীচে নামল যে স্টেডিয়ামের ১০ থেকে ২০ হাজার লোক ট্রোলিং করতে লাগল। এরপর যখন বিশ্বকাপ জেতার পর ওই একই স্টেডিয়ামে কামব্যাক করল, তখন সবাই তাঁকে নিয়ে চিয়ার করতে শুরু করল। এরপর হার্দিক কাঁদতে থাকে।'
গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে মুম্বই অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। কিন্তু, তাঁকে কার্যত সরিয়েই গুজরাট টাইটান্স থেকে হার্দিককে নিয়ে আসা হয়। কিন্তু, টিম ম্য়ানেজমেন্টের এই সিদ্ধান্ত ফ্যানেদের একেবারে পছন্দ হয়নি। হার্দিকের বিরুদ্ধে নেতিবাচক স্লোগান শুরু হয়ে যায়। এরপর টি-২০ বিশ্বকাপে হার্দিক দুর্দান্ত পারফরম্যান্স করেন। এরপর সকলে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন।