শেষ আপডেট: 27th March 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: তিনি অধিনায়ক হলে রোহিত শর্মাকে বাদ দিতেন না। বদলে ফর্মে ফেরাতে রোজ ২০ কিলোমিটার দৌড় করাতেন৷ একটি পডকাস্টে এমনই মন্তব্য করলেন যোগরাজ সিং।
এক এমএস ধোনি ছাড়া ভারতের আর কোনও অধিনায়কের একাধিক আইসিসি খেতাব জেতার রেকর্ড নেই৷ সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং গত বছর টি২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। দু'বারই রোহিতের নেতৃত্বে।
তবু অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে জল্পনার অন্ত নেই৷ সূত্রের খবর, লাল বলের ক্রিকেট থেকে বাদ পড়তে চলেছেন রোহিত। ইংল্যান্ড সিরিজে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে৷ আর এসবের মধ্যে আর একমাস বাদে ৩৭ পেরিয়ে ৩৮-এ পা রাখতে চলেছেন ভারত অধিনায়ক।
তার আগে রোহিতের কেরিয়ার নিয়ে সংশয়, বিতর্ক জট পাকাতে দেখে রীতিমতো বিস্মিত যোগরাজ সিং৷ ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘আজ আমায় কোচ করা হলে ভারতীয় টিমকে এমন একটি দলে পরিণত করব, খেলোয়াড়দের এভাবে বদলে দেব, যাতে তাঁরা বছরের পর বছর ধরে অপ্রতিরোধ্য থাকে। যদি সব সময় তুমি দল থেকে বের করার ভয় দেখাতে থাকো তাহলে তাঁরা কীভাবে নিজেদের সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করবেন?’
এরপরই খেলোয়াড়দের কাজে লাগানোর নিদান বাতলে দেন যোগরাজ৷ বলেন, ‘আমি ক্রিকেটারদের বলব রঞ্জি খেলো। অথবা রোহিতকে রোজ ২০ কিলোমিটার দৌড় করাব। বলব, আমি তাঁদের ভালবাসি৷ কিন্তু কেউ সেটা করে না৷ এই খেলোয়াড়রা এক একজন হিরে। তাঁদের তুমি ছুড়ে ফেলতে পারো না। আমি বাবার মতো৷ আমি কোনওদিন যুবরাজের সঙ্গে বাকিদের আলাদা চোখে দেখিনি। ধোনিকেও নয়। কিন্তু যেটা ভুল, সেটা ভুল।’