শেষ আপডেট: 8th November 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর সাংবাদিক বৈঠকে এসে বড়সড় আপডেট দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ইঙ্গিতে বুঝিয়ে দেন যে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্য়াচটা তিনি নাও খেলতে পারেন। ২২ নভেম্বর থেকে শুরু হওয়া বর্ডার-গাভাসকার ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দল শীঘ্রই রওনা দেবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, রোহিত শর্মা কি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন? এই ব্যাপারেই এবার একটি বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রথম টেস্ট ম্য়াচে খেলতে পারবেন না রোহিত শর্মা। কিন্তু, তা সত্ত্বেও তিনি দলের সঙ্গেই যাবেন। আগামী সিরিজের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার মাটিতেই কয়েকদিন অভ্যাস করতে চান তিনি। এরপর রোহিত দেশে ফিরে আসবেন। এরপর দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলার জন্য আবারও তিনি অস্ট্রেলিয়া যাবেন। সূত্রের খবর, টিম ইন্ডিয়া দুটো ভাগে অস্ট্রেলিয়ায় রওনা দেবে। আগামী ১০ এবং ১১ নভেম্বর বিমানে পাড়ি দিতে পারে ভারতীয় ক্রিকেট দল।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই বর্ডার-গাভাসকার ট্রফির জন্য তিনজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন। তাঁরা হলেন নভদীপ সাইনি, মুকেশ কুমার এবং খলিল আহমেদ। এই ক্রিকেটাররা আপাতত অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলছেন। বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্য়াচটা আগামী ২২ নভেম্বর আয়োজন করা হবে। এরপর প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি ওয়ার্ম-আপ ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া। এটা গোলাপি বলে খেলা হবে।
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), সরফরাজ খান, বিরাট কোহলি, প্রসিদ্ধ কৃষ্ণা, ঋষভ পন্থ (উইকেটকিপার), কেএল রাহুল, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর।