শেষ আপডেট: 30th December 2024 08:00
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত বর্ডার-গাভাসকার সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ মেলবোর্নে আয়োজন করা হচ্ছে। টিম ইন্ডিয়াকে ক্যাঙারু ক্রিকেট দল ৩৪০ রানের টার্গেট দিয়েছিল। জবাবে ভারতের শুরুটা অবশ্য বেশ খারাপ হয়েছে। অধিনায়ক রোহিত শর্মার থেকে অনেক প্রত্যাশা ছিল দলের। আশা ছিল, খারাপ ফর্ম কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি একটি চোখ ধাঁধানো ইনিংস খেলবেন। কিন্তু, তেমনটা হল না। গোটা সিরিজেই রানের জন্য যথেষ্ট লড়াই করতে হয়েছে রোহিত শর্মাকে। সোমবার (৩০ ডিসেম্বর) মাত্র ৯ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।
দ্বিতীয় ইনিংস শুরুর দিকে রোহিত বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু, আচমকাই কামিন্সের বলে শট মারতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন তিনি। রোহিতের ক্যাচ তালুবন্দি করলেন মিচেল মার্শ। অধিনায়ক বনাম অধিনায়কের লড়াইয়ে শেষপর্যন্ত কামিন্সই জয়লাভ করলেন। আর রোহিত আউট হওয়ার পর আরও একবার হিটম্যানের অবসরের দাাবি জোরাল হতে শুরু করেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচ খেলেননি রোহিত শর্মা। সেইসময় তিনি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন। আশা করা হয়েছিল, রোহিত দলে ফিরলে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট হয়ত আরও শক্তিশালী হবে। কিন্তু, তেমনটা হয়নি। গোটা সিরিজেই রোহিতের ব্যাট গর্জন করতে পারেনি। এখনও পর্যন্ত ৫ ইনিংসে তিনি মাত্র ৩১ রান করেছেন। রোহিতের এই ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও যারপরনাই হতাশ হয়ে পড়েছেন। রোহিতকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কিছু প্রতিক্রিয়া দেখে নেওয়া যাক।
Lowest Average for India in a Year
— ₐₛₕᵢₛₕₛₚₑₐₖₛ.???? (@exgamer45) December 30, 2024
(Min 30 Inngs || Top 7 batters)
21.20 - Nayan Mongia (1996)
21.83 - ???????????????????? ???????????????????? (2024)*
24.25 - Robin Singh (1999)
25.68 - KL Rahul (2022)
25.90 - Virender Sehwag (2012)
26.22 - Rohit Sharma (2022)#INDvAUS
It's time both Virat Kohli and Rohit Sharma to retire. It's painful to watch the way they play. India now suffering bcz of them
— M Maharana (@MMaharana) December 30, 2024
If people like Virat Kohli and Rohit Sharma doesn’t retire , then there is some serious threat to Indian Cricket.
— Karthik???????????????? (@Karthiktejas) December 30, 2024
And Get in Dhruv Jurel instead of Rishabh pant .#AUSvIND #AUSvINDIA #INDvAUS #INDvsAUS
BCCI should get out to both Rohit Sharma and Virat Kohli for Sydney test as they are good for nothing
— S.P.Mandal (@SPMandal5) December 30, 2024
প্রসঙ্গত, মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন লাঞ্চ ব্রেক পর্যন্ত ভারত মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে ভারতের সামনে জয়ের রাস্তাটা যে বেশ কঠিন হয়ে গিয়েছে, তা বলা যেতেই পারে। মেলবোর্ন টেস্টে ভারত যদি হেরে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে তারা তিন নম্বরেই থাকবে। কিন্তু, টিম ইন্ডিয়ার PCT ৫৫.৮৮ থেকে কমে ৫২.৭৮ হয়ে যাবে। যদিও এই পরিস্থিতিতেও ভারতীয় ক্রিকেট দল দৌড় থেকে ছিটকে যাবে না। সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে শ্রীলঙ্কার উপর নির্ভর করতে হবে। যদি শ্রীলঙ্কা ২ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে ভারতের সামনে একটা সুযোগ খোলা থাকবে।