শেষ আপডেট: 8th December 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো : এবার কি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত রোহিত শর্মার? অ্যাডিলেড টেস্টে ১০ উইকেটে পরাজয়ের পর তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইতিপূর্বে, রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। পারথে রোহিত শর্মা খেলেননি। জসপ্রীত বুমরাহের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। কিন্তু, অ্যাডিলেডে রোহিত টিম ইন্ডিয়ায় ফিরতেই আবারও হারল ভারত।
গোলাপি বল টেস্টে পরাজয়ের পর রোহিত বললেন, 'এই সপ্তাহটাই আমাদের কাছে হতাশার ছিল। জেতার জন্য আমরা ভাল পারফরম্যান্স করতে পারিনি। আমাদের থেকে অস্ট্রেলিয়া অনেক ভাল খেলেছে।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'বেশ কয়েকটা সুযোগ আমাদের কাছে এসেছিল। কিন্তু, সেগুলো আমরা কাজে লাগাতে পারিনি। ফলস্বরূপ ম্য়াচটা আমাদের হাত থেকে বেরিয়ে গেল।'
প্রসঙ্গত, চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। দ্বিতীয় সন্তান জন্মের কারণে তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতিতে জসপ্রীত বুমরাহ নেতৃত্ব দেন টিম ইন্ডিয়াকে। তিনি নিজেও বল হাতে অধিনায়কোচিত পারফরম্যান্স করেছিলেন। শেষপর্যন্ত ভারত ওই ম্যাচে ২৯৫ রানে জয়লাভ করে।
কিন্তু, দ্বিতীয় টেস্ট ম্যাচে রোহিত কামব্যাক করলেও কাজের কাজ কিছুই করতে পারলেন না। দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি দলে ফিরলেও ঠিক করেন যে আর ওপেন করবেন না। রাহুলকে ওপেনিং স্লট ছেড়ে দিয়ে তিনি নিজে মিডল অর্ডারে ব্যাট করতে নামবেন। ওপেনার হিসেবে রাহুল তো ব্যর্থ হলেনই, উলটে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে কার্যত মুখ থুবড়ে পড়লেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে তিনি মাত্র ৩ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে কিছুটা বেশি ৬ রান করেছেন তিনি। তবে কামিন্সের যে বলটায় তিনি ক্লিন বোল্ড হলেন, সেটা এই সিরিজের অন্যতম সেরা ডেলিভারি বলা যেতেই পারে।
রোহিতের কথায়, 'পারথে আমরা যে পারফরম্যান্স করেছিলাম, সেটা এককথায় অসাধারণ ছিল। তবে প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে একটা করে নতুন চ্যালেঞ্জ। আপাতত আগামী ম্যাচের দিকে আমরা তাকিয়ে রয়েছিল। পারথে যেমন পারফরম্যান্স করেছিলাম, আশা করছি ব্রিসবেনেও তারই পুনরাবৃত্তি করতে পারব।'