শেষ আপডেট: 5th November 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর রোহিত শর্মা আপাতত ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট খেলছেন। ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকে টিম ইন্ডিয়া জেতার তুলনায় বেশি ম্য়াচ হেরেছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। দেশের মাটিতে এত বড় ব্যবধানে হারের পর রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার রোহিতের উপর ক্ষেপে ফায়ার হয়ে গেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার।
আগামী কয়েকদিনের মধ্যেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে টিম ইন্ডিয়া বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে। আরও একবার ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। যদিও এই সিরিজের প্রথম ম্য়াচটা রোহিত নাও খেলতে পারেন।
এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার বললেন, কোনও সিরিজের প্রথম ম্য়াচটা খেলা একজন অধিনায়কের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ চোটের কারণে না খেলতে পারে, তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু, অধিনায়কই যদি না খেলে, তাহলে সহ অধিনায়কের উপর চাপ বাড়তে পারে। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচটা রোহিত শর্মা খেলতে না পারেন, তাহলে রোহিতকে সরিয়ে জসপ্রীত বুমরাহকেই গোটা সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করা উচিত। সেক্ষেত্রে রোহিত যদি ফেরেন, তাহলে একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই ফিরতে হবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে বড়সড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। এমনকী, এই টুর্নামেন্টের ফাইনালে ভারত আদৌ উঠতে পারবে কি না, তা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে অন্তত চারটে ম্য়াচ জিততেই হবে। ভারতের কাছে এটা কম বড় অগ্নিপরীক্ষা নয়। অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়াকে জিততে হলে, রোহিত এবং বিরাটের ফর্মে ফেরা অত্যন্ত দরকার।