শেষ আপডেট: 18th January 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য় টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টের আগে টিম ইন্ডিয়াকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে হবে। আগামী ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত। এই সিরিজে জসপ্রীত বুমরাহ খেলবেন না। চোটের কারণে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। পিঠে চোটের কারণে তিনি অন্তিম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে বলও করতে পারেননি। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁর জায়গায় হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। যদিও হর্ষিত এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেননি।
সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর বললেন, 'বুমরাহকে পাঁচ সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেকারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ ওয়ানডে ম্যাচেও ও খেলতে পারবে না। ওর ফিটনেসের দিকে আমরা সকলেই তাকিয়ে রয়েছি। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই চিকিৎসকেরা ওঁর মেডিক্যাল রিপোর্ট দিয়ে দেবে।'
বুমরাহকে নিয়ে এরপর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল। তিনিও স্পষ্ট জানিয়ে দেন, বুমরাহের ফিটনেস নিয়ে এখনই কিছু বলতে পারবেন না। সেকারণে তিনি টিম ইন্ডিয়ায় এমন একজন ক্রিকেটারকে চাইছেন, যিনি বুমরাহের অভাব পূরণ করতে পারবেন। আর সেকারণেই আর্শদীপ সিংকে এই দলে রাখা হয়েছে। গত বছর আয়োজিত টি-২০ বিশ্বকাপে আর্শদীপ সিং টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন। বিজয় হাজারে ট্রফিতেও ভাল পারফরম্যান্স করেছেন। প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি বুমরাহের টেস্ট করা হবে।