শেষ আপডেট: 8th December 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো : ব্রিসবেন টেস্টেই ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে ফিরবেন মহম্মদ সামি? অন্তত তেমনই ইঙ্গিত দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সামির জন্য সবসময় দরজা খোলা রয়েছে। ওঁর ফিটনেসের কথা মাথায় রেখেই আমরা 'ধীরে চলো' নীতি গ্রহণ করেছি।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ১০ উইকেটে হেরে যায়। এই হারের পর রোহিত বললেন, 'আমরা সামির ফিটনেসের উপর নজর রেখেছি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার সময় ও হাঁটুতে সামান্য় চোট পেয়েছিল। সেকারণে ওর প্রস্তুতিতেও খানিকটা বাধা পড়ে। আর তাই টেস্ট ম্যাচ খেলতে দেরি হচ্ছে। আমরা ওর ব্যাপারে যথেষ্ট সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে চাই। আমরা এখানে ওকে আনতে চাই না। ও আগে সম্পূর্ণ ফিট হোক, তারপর দেখা যাবে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'সামির ফিটনেসের ব্যাপারে আমরা ১০০ শতাংশ নিশ্চিত হতে চাই। কারণ অনেকটা সময় কেটে গিয়েছে। এখানে আসার জন্য ওর উপর আমরা কোনও চাপ তৈরি করতে চাই না। দলের জন্য ওকে জোর করে খেলাতেও চাই না। পেশাদার চিকিৎসকরা ওকে নজরে রেখেছে। চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। প্রত্যেকটা ম্যাচে ওর উপর নজর রাখা হচ্ছে। ৪ ওভার বল করার পাশাপাশি ২০ ওভার ফিল্ডিং করতে পারছে কি না, সেটাও দেখা হচ্ছে। তবে সামির জন্য ভারতীয় ক্রিকেট দলের দরজা সবসময় খোলা রয়েছে। যখন খুশি ও খেলতে পারে।'
২০২৩ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মহম্মদ সামিকে আর টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারি মাসে তাঁর গোড়ালিতে একটি সার্জারি হয়েছিল। তবে সম্পূর্ণ ফিট হতে সামিকে যথেষ্ট প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। অবশেষে গত নভেম্বর মাসে আবারও তাঁকে ২২ গজে দেখতে পাওয়া যায়। মধ্য প্রদেশের বিরুদ্ধে রনজি ট্রফির একটি ম্যাচে তিনি বাংলার হয়ে ৭ উইকেট শিকার করেছিলেন।
তারপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সাতটি ম্যাচ খেলেন মহম্মদ সামি। ২৭.৩ ওভারে তিনি মোট ৮ উইকেট শিকার করেছেন। কিন্তু, কবে তিনি অস্ট্রেলিয়াগামী বিমানের টিকিট কাটবেন, তা এখনও কনফার্ম হয়নি। শোনা যাচ্ছে, বর্ডার-গাভাসকার ট্রফির শেষ ২ ম্যাচে সামিকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে।