শেষ আপডেট: 6th December 2024 09:27
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছেন ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেডে আয়োজিত দিন-রাতের এই টেস্ট ম্যাচটি গোলাপি বলে খেলা হবে। তবে এই টেস্ট ম্যাচ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন, এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন কেএল রাহুল। তাহলে রোহিত কত নম্বরে ব্যাট করবেন। অবশেষে সেটাও স্পষ্ট হয়ে গেল।
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, নীতিশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
এই ম্যাচে টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। রোহিত শর্মা বললেন, 'উইকেট দেখে বেশ ভাল লাগছে। এখন হতে পারে উইকেটের উপরিভাগ কিছুটা হলেও শুষ্ক রয়েছে। কিন্তু, ঘাসেরও প্রলেপ দেখতে পাওয়া যাচ্ছে। আশা করছি, এই উইকেটে ফাস্ট বোলাররা অ্যাডভান্টেজ পাবে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'তবে এই ম্যাচ যত সামনের দিকে এগোবে, ব্যাটাররা ততই সুবিধা পাবে। আমাদের দলে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। আমি ফিরেছি, শুভমান ফিরেছে। আর ফিরেছে অশ্বিন। এই ম্যাচে খেলছে না ওয়াশি, পাডিক্কল এবং জুরেল। আমি মিডল অর্ডারে ব্যাট করতে নামব। এটা আমার কাছে ভিন্ন অভিজ্ঞতা। তবে এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।'