শেষ আপডেট: 4th January 2025 08:28
দ্য ওয়াল ব্যুরো : সিডনি টেস্ট থেকে রোহিত শর্মা সরে দাঁড়ানোর পর, ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা হা-হুতাশ শুরু করেছিলেন। আশঙ্কা করা হচ্ছিল, এবার তিনি হয়ত টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন। অবশেষে এই ব্যাপারে মুখ খুলেছেন হিটম্যান। পাশাপাশি অবসর জল্পনাতেও জল ঢাললেন তিনি।
প্রসঙ্গত, চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেন রোহিত। কিন্তু, তাঁর ব্য়াটে একেবারে রান দেখতে পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থক এবং বিশেষজ্ঞরা সমালোচনার ঝড় তুলতে শুরু করেছিলেন। এমনকী পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর অনেকেই তাঁর অবসরের দাবিও তোলেন। তবে শনিবার রোহিত জানিয়েছেন, তিনি শুধুমাত্র এই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন।
চলতি বর্ডার-গাভাসকার ট্রফির ৫ ইনিংসে রোহিত মাত্র ৩১ রান করেছেন। ব্যাটিং গড় ৬.২০। এই পরিস্থিতিতে তিনি সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এমন সিদ্ধান্তের পর গুঞ্জন উঠতে শুরু করে যে তাঁকে নাকি দল থেকে বাদ দেওয়া হয়েছে।
রোহিতের পরিবর্তে সিডনি টেস্টে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় দিন লাাঞ্চ ব্রেকের সময় স্টার স্পোর্টসকে একটি ইন্টারভিউ দেন রোহিত। সেখানেই তিনি বলেন, তাঁকে বাদ দেওয়া হয়নি। এমনকী, নিজেকে সরিয়েও নেননি। শুধুমাত্র ফর্মে থাকা একজন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার জন্যই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আরও যোগ করেন, হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে এই ব্যাপারে তিনি কথা বলেছেন। তাঁরাও রোহিতের এই সিদ্ধান্তে সায় দিয়েছেন। উল্লেখ্য, রোহিত শর্মার জায়গায় সিডনি টেস্টে সুযোগ পেয়েছেন শুভমান গিল। যদিও প্রথম ইনিংসে তিনি নজর কাড়তে পারেননি।
This is Classic Rohit Sharma finish ????pic.twitter.com/vkrgBnUFqB
— R A T N I S H (@LoyalSachinFan) January 4, 2025
এই ইন্টারভিউ শেষ করার সময় প্রেজেন্টর যতীন সাপরু বলেন যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে পেয়ে আমরা ধন্য। যাওয়ার আগে রোহিত নিজের স্টাইলেই বললেন, 'আরে ভাই, আমি কোথাও যাচ্ছি না।'