শেষ আপডেট: 3rd November 2024 16:43
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্য়াচে ২৫ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। পাশাপাশি তিন ম্যাচের টেস্ট সিরিজেও ভারতকে হোয়াইটওয়াশ হতে হল। তবে ম্যাচের তৃতীয় দিন আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, যদি ওই সিদ্ধান্তটা ভারতের পক্ষে যেত, তাহলে অনায়াসেই টিম ইন্ডিয়া এই ম্যাচে জয়লাভ করত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ৫৭ বলে ৬৪ রান করেন। এই ইনিংসে তিনি ৯ বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। ঋষভ যখন ব্যাট করছিলেন, সেইসময় মনে হয়েছিল যে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচটা জিতে যাবে। কিন্তু এজাজ প্যাটেলের বলে তিনি আউট হয়ে যান। আসলে এজাজ প্যাটেলের ডেলিভারিটা ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়েছিলেন পন্থ। বলটা তাঁর প্যাডে লেগে উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে জমা পড়ে। তিনি ক্যাচের আবেদন করেন।
কিন্তু, প্রথমে আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। এরপর কিউয়ি অধিনায়ক টম লাথাম রিভিউ নেন। সেখানেই স্পষ্ট হয়ে যায় যে বলটা ব্যাটে লেগেছিল না প্যাডে। অনেকক্ষণ ধরে গোটা বিষয়টা চেক করেন থার্ড আম্পায়ার। শেষপর্যন্ত তিনিও কোনও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। গ্রাউন্ড আম্পায়ারকে আউট দেওয়ার নির্দেশ দেন। তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট সমর্থকরা হতবাক হয়ে যান। পরে সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মাও নিজের ক্ষোভ উগরে দিলেন।
ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করতে আসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, এই ব্যাপারে আমি মুখ খুললে সেটা ভালভাবে গ্রহণ করা হবে না। কিন্তু, যদি কোনও সিদ্ধান্তে নিশ্চিত না হওয়া যায়, তাহলে গ্রাউন্ড আম্পায়ারের সিদ্ধান্তেই সায় দেওয়া উচিত। এই একটা সিদ্ধান্ত আমাদের গোটা দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। রোহিত শর্মার এই একটা মন্তব্যই বুঝিয়ে দেয় যে তিনি কতটা রেগে দিয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তে একেবারে খুশি হতে পারেননি।
অন্যদিকে ঋষভের এই বিতর্কিত আউট নিয়ে টুইট করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তিনি লিখেছেন, বল যদি ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়েও যায়, তাহলেও স্নিকোমিটার ঠিক ধরে নেয়। এই পরিস্থিতিতে হটস্পট থাকা অবশ্যই দরকার।