শেষ আপডেট: 13th December 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো : পারথ টেস্টে ধামাকাদার জয়ের পর অ্যাডিলেডে লজ্জার হার স্বীকার করেছে টিম ইন্ডিয়া। গোলাপি বলে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স যথেষ্ট হতাশ করেছে। দুটো ইনিংসেই টিম ইন্ডিয়ার ব্যাটাররা কার্যত মুখ থুবড়ে পড়েছেন।
যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেটের রথী-মহারথীরা ক্যাঙারু পেসারদের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন। চলতি সিরিজের তৃতীয় ম্যাচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, এই ম্যাচটাই সিরিজের ফলাফল নির্ধারণ করবে। আর সেকারণেই বদলানো হতে পারে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার।
তৃতীয় টেস্টে যশস্বী জয়সওয়ালের সতীর্থ ওপেনার আরও একবার বদলাতে পারে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে পারেন রোহিত শর্মা। রোহিত যদি ওপেন করতে নামেন, তাহলে তিন নম্বরে ব্যাট করতে নামবেন শুভমান গিল। বিরাট কোহলির পজিশন নিয়ে ঘাঁটাঘাঁটি উচিত হবে না।
সেক্ষেত্রে কেএল রাহুলের ব্যাটিং পজিশন বদলাতে পারে বলে আশা করা হচ্ছে। গাব্বা টেস্টে পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন কেএল রাহুল। রাহুল যদি ৫ নম্বরে ব্যাট করতে নামেন, সেক্ষেত্রে ঋষভ পন্থকে আরও একধাপ নিচে নামতে হবে। শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হয়, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।