শেষ আপডেট: 3rd November 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: যত তাড়াতাড়ি সম্ভব নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের স্মৃতি মুছে ফেলতে চাইবে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে গিয়েছে। এই সিরিজে কিউয়িরা দুর্দান্ত পারফরম্যান্স করে এবং বেশ কয়েকটি রেকর্ডও তারা গড়েছে। ম্যাচের পর কার্যত হতাশ হয়ে পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও আলোচনা করেন। তবে ইতিমধ্যে একটি বড়সড় ঘোষণা করলেন রোহিত। আগামী সিরিজের প্রথম ম্যাচে তিনি নাও খেলতে পারেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। তবে টিম ইন্ডিয়ার সমর্থকদের একটি দুঃসংবাদ দিলেন তিনি। রোহিত বললেন যে পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। হিটম্যানের এই মন্তব্য থেকে স্পষ্ট বুঝতে পারা যায়, সিরিজের প্রথম ম্যাচে রোহিত যে খেলবেন না, তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে।
শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা নাকি দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন। তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন এক সদস্য। সেকারণেই রোহিত পারথ টেস্ট ম্যাচে খেলতে পারবেন না বলে আগে থেকেই জানিয়ে দিয়েছেন। রোহিত শর্মা যদি একান্তই না খেলেন, তাহলে টিম ইন্ডিয়ায় বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। রোহিতের অনুপস্থিতিতে ওপেন করতে পারেন শুভমান গিল। পাশাপাশি টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে কেএল রাহুলকে দেখা যেতে পারে।
এবারের বর্ডার-গাভাসকার ট্রফি অস্ট্রেলিয়ায় আয়োজন করা হচ্ছে। প্রথম ম্যাচটি ২২ নভেম্বর পারথে আয়োজন করা হবে। দ্বিতীয় ম্যাচ আগামী ৬ থেকে ১০ ডিসেম্বর খেলা হবে। তৃতীয় ম্যাচ আয়োজন করা হবে ১৪ থেকে ১৮ ডিসেম্বর। চতুর্থ টেস্ট ম্যাচ ২৬ থেকে ৩০ ডিসেম্বর এবং পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্যাচটা আগামী বছর ৩ থেকে ৭ জানুয়ারি আয়োজন করা হবে। দুটো দেশের কাছেই এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে টিম ইন্ডিয়াকে এই সিরিজে অন্তত ৪-১ ব্যবধানে জিততেই হবে। পাশাপাশি, অস্ট্রেলিয়ার কাছেও এই সিরিজ জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ।