শেষ আপডেট: 23rd September 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ আইপিএল টুর্নামেন্টে বিশাল বড় একটি সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে গুজরাট টাইটান্স থেকে ট্রেড করে হার্দিক পান্ডিয়াকে তারা দলে ফিরিয়ে আনে। তারপর রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়। প্রসঙ্গত, রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠার মাত্র একমাসের মধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
এই সিদ্ধান্ত গ্রহণের পর মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা চূড়ান্ত হতাশ হয়ে পড়েন। এমনকী, প্রতিটা ম্যাচেই হার্দিক পান্ডিয়াকে সমালোচনায় ধুয়ে দেওয়া হয়। এরপর রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২৪ টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করে। এই পরিস্থিতিতে রোহিত আবারও কোনও আইপিএল দলের হয়ে ক্যাপ্টেন্সি করতে চাইবেন।
কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে একথা জানানো হয়নি যে আসন্ন মরশুমের দলের ক্যাপ্টেন্সি ফের রোহিতের হাতে তুলে দেওয়া হবে কি না। ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, কাব্যা মারানের সানরাইজার্স হায়দরাবাদ দলে যোগ দিতে পারেন রোহিত শর্মা। অর্থাৎ, মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন তিনি?
যদিও এহেন গুঞ্জনের কোনও ভিত্তি নেই। আর রোহিত শর্মাও যে মুম্বই ইন্ডিয়ান্স দল ছাড়তে চলেছেন, এমন খবরও সম্পূর্ণ মিথ্যে। শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স হয়ত ছাড়তে পারেন রোহিত শর্মা। কিন্তু, এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আপডেট পাওয়া যায়নি। যদি রোহিত মুম্বই ইন্ডিয়ান্স দল ছাড়েনও, তাহলে সানরাইজার্স হায়দরাবাদ কিংবা অন্য কোনও দলের সঙ্গে যোগ দেবেন না। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামে অংশগ্রহণ করবেন তিনি। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
২০১১ সালের মেগা অকশনে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন। ২০১৩ সালে তিনি এই দলের অধিনায়কত্ব গ্রহণ করেন। ক্যাপ্টেন্সি নিয়েই প্রথম মরশুমে তিনি দলকে খেতাব জিতিয়েছিলেন। এরপর রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে খেতাব জয় করেছিল। মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত মোট পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে। প্রতিবারই রোহিতের নেতৃত্বে খেতাব জয় করেছে।
২০২৪ সালের মিনি অকশনে প্যাট কামিন্সকে ২০.৫০ কোটি টাকার বিনিময়ে দলে টেনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাঁর হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হয়। ২০১৬ সালের পর ফের কামিন্সের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল।
তবে একপেশে ফাইনাল ম্যাচে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারতে হয় কমলা বাহিনীকে। আশা করা যায়, কামিন্সকেই তাঁরা অধিনায়ক হিসেবে রাখতে চান।