শেষ আপডেট: 26th October 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার খারাপ ফর্ম অব্যাহত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি নামমাত্র রান করে আউট হয়ে যান। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মিচেল স্যান্টনারের হাতে শিকার হন তিনি।
বাঁহাতি কিউয়ি স্পিনার স্যান্টনার পুনে টেস্টের প্রথম ইনিংসে মোট ৭ উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় ইনিংসে রোহিতের বিরুদ্ধে তিনি একটু খাটো লেংথে বল করেন। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রক্ষণাত্মক ভঙ্গিতে বলটা খেলতে যান। কিন্তু, উইকেট থেকে স্যান্টনার অতিরিক্ত বাউন্স পান। বলটা তাঁর ব্যাটের ভিতরের কানা লাগে। আর সোজা শর্ট লেগে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন উইল ইয়ং। তিনি সহজ ক্যাচ ধরে নেন।
বর্তমানে রোহিত শর্মা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামেও সেই খারাপ ফর্ম অব্যাহত রইল। ফলস্বরূপ, রোহিত শর্মাকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিং শুরু হয়েছে।
People targeted KL Rahul but real villain is Rohit Sharma. ???? #INDvsNZ
— Kunal Yadav (@Kunal_KLR) October 26, 2024
Imagine the hate if KL Rahul scored like Sharma. pic.twitter.com/9RrtZdIj2x
Happy Retirement Rohit Sharma pic.twitter.com/haPlnD3Dlv
— Gagan???????? (@1no_aalsi_) October 26, 2024
Drop Rohit Sharma & save indian cricket.
— Kunal Yadav (@Kunal_KLR) October 26, 2024
PLEASE RETIRE ROHIT SHARMA #INDvsNZ pic.twitter.com/oItPgB69XG
Dear Rohit Sharma
— Kevin (@imkevin149) October 26, 2024
You have played test cricket for years now, but now you are beyond finished, it's time to give it to the deserving youngsters like Rajat patidar, Nitish Reddy etc. Please Retire & Free that 1 spot. My respect will be doubled up after your retirement ❤️ pic.twitter.com/41jR0E4WGg
এই টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে রোহিত শর্মা শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন। তাঁর উইকেট শিকার করেছিলেন টিম সাউদি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বর্তমানে দুর্বিষহ ফর্মের মধ্যে দিয়ে এগোচ্ছেন। গত আটটি টেস্ট ইনিংসে রোহিতের ঝুলিতে মাত্র একটাই হাফসেঞ্চুরি রয়েছে।
শেষ আটটি টেস্ট ইনিংসে রোহিত শর্মা যথাক্রমে ৮, ০, ২, ৫২, ২৩, ৮, ৬ এবং ৫ রান করেছেন। আসন্ন টেস্ট সিরিজের জন্য রোহিতের ফর্মে ফেরা অত্যন্ত দরকার। বিশেষ করে আগামী মাসেই আবার ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হতে চলেছে। আশা করা যায়, শীঘ্রই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রানে ফিরতে পারবেন।