শেষ আপডেট: 24th October 2024 09:58
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গিয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম লাথাম টস জিতলেন। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। সিরাজ, রাহুল এবং কুলদীপ এই ম্যাচে খেলছেন না। বদলে প্রথম একাদশে এসেছেন শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপ।
তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এই গুরুত্বপূর্ণ ম্যাচের টস হেরে কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছেন। তিনি বললেন, 'টস জিতলে আমিও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। তবে উইকেট যেমনই হোক না কেন, আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমাদের দলে বেশ কয়েকটা ইতিবাচক দিক রয়েছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা এই ম্যাচে কামব্যাক করার আপ্রাণ চেষ্টা করব। আগেও আমরা করেছি। আশা করছি, এই উইকেটে খুব একটা বেশি রান হবে না। উইকেটের উপরিভাগ যথেষ্ট শুষ্ক। প্রথম ১০-১৫ ওভার যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।'
অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম লাথাম বললেন, 'আশা করছি, এই উইকেটে স্পিনের দাপট দেখতে পাব। প্রথম টেস্ট ম্যাচ জিততে পেরে আমরা গর্বিত। আমরা জয় উদযাপন করেছি ঠিকই, কিন্তু উচ্ছ্বাসের স্রোতে নিজেদের ভাসিয়ে দিইনি। পুনে টেস্টের উপর আমাদের যাবতীয় ফোকাস রয়েছে। এই উইকেটের চরিত্র আমরা যতটা তাড়াতাড়ি বুঝতে পারব, ততই আমাদের পক্ষে মঙ্গল হবে। আমরা প্রথমে ব্যাট করার একটা দুর্দান্ত সুযোগ পেয়েছি।'
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ।