শেষ আপডেট: 24th January 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে রানের খরা অব্যাহত। আশা করা হয়েছিল, ঘরোয়া ক্রিকেটে তিনি রানের সরণীতে ফিরতে পারবেন। কিন্তু, তেমনটা একেবারেই হয়নি। প্রায় এক দশক পর রঞ্জি ট্রফিতে কামব্যাক করেছেন রোহিত শর্মা। কিন্তু, এই প্রত্যাবর্তন তিনি একেবারেই স্মরণীয় করে রাখতে পারলেন না। প্রথম দিনই মুম্বইয়ের এই ব্যাটার মাত্র ৩ রান করে আউট হয়ে যান। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, রোহিত আউট হওয়ার পরই সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। এমনকী, অনেকে আবার স্টেডিয়াম ছেড়েও বেরিয়ে যান।
প্রসঙ্গত, রনজি ট্রফির দ্বিতীয় পর্বে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ক্রিকেট দল। শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমিতে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচের প্রথমদিন রোহিত মাত্র ১৯ বল খেলতে পারেন। শুরু থেকেই বিপক্ষের বাউন্সারের সামনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে বেশ অস্বস্তিতে পড়তে হয়। শেষপর্যন্ত উমর নাজির মীরের ডেলিভারিতে পুল করতে যান রোহিত। বলটা তাঁর ব্যাটের কানা লেগে বিপক্ষের হাতে সহজ ক্যাচ চলে যায়। দ্বিতীয় ইনিংসে রোহিতের পারফরম্যান্স অবশ্য কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। ৩৫ বলে ২৮ রান করেন তিনি এরমধ্যে ২ চার এবং ৩ ছক্কা রয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ১৯ বছরে রোহিত এত খারাপ ব্যাটিং এর আগে কখনও করেননি। মাত্র ৩ রান করার পাশাপাশি ২০২৪-২৫ মরশুমের প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় দাঁড়িয়েছে মাত্র ১০.৪৩ (১৬ ইনিংসে)। ২০০৬ সালে পর থেকে ১৫ কিংবা তার কম ইনিংসে আর কোনও ভারতীয় ব্যাটারের গড় এতটাও খারাপ হয়নি। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক পারফরম্যান্সও নির্বাচকদের আতশকাচের নীচে চলে এসেছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এই সিরিজে তিনি পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেছিলেন।
২০২৪-২৫ টেস্ট মরশুমের কথা যদি বলতে হয়, তাহলে রোহিতের প্রাপ্তির ঝুলিতে শুধুমাত্র হতাশাই এসেছে। আট ম্যাচের ১৫ ইনিংসে তিনি মোট ১৬৪ রান করেছিলেন। ব্যাটিং গড় ১০.৯৩। সর্বাধিক ৫২ রান করেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের একমাত্র হাফসেঞ্চুরি এসেছিল।
অধিনায়ক হিসেবেও রোহিতের পারফরম্যান্স যথেষ্টই চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়া ঘরের মাটিতে ১২ বছর পর কোনও সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে ০-৩ ব্যবধানে। ২০০০ সালের পর ভারতীয় ক্রিকেট দল এই প্রথমবার ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হল।