শেষ আপডেট: 3rd January 2025 05:06
দ্য ওয়াল ব্যুরো : আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচে খেলছেন না রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হয়ে টস করতে এসেন জসপ্রীত বুমরাহ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত।
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
টস জেতার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ বললেন, 'এই সিরিজে আমরা যথেষ্ট ভাল ক্রিকেট খেলেছি। গত ম্যাচটা তো যথেষ্ট রোমাঞ্চকর ছিল। আশা করছি এখানেও ভাল পারফরম্যান্স করতে পারব। উইকেটে যথেষ্ট ঘাস রয়েছে। তবে ভয় পাওয়ার মতো পরিস্থিতি নয়। নতুন বলে হয়ত কিছুটা সমস্যা হবে। কিন্তু, সেই প্রাথমিক সমস্যা কাটিয়ে উঠতে পারলে এই উইকেটে রান পাওয়া যাবে।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমাদের দলের অধিনায়ক এই ম্যাচে যথার্থ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তিনি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তই আমাদের দলে একতার পরিচয় দেয়। দলের স্বার্থে যেটা প্রয়োজন, সেটা করতে কেউ পিছপা হয় না। এই দলে দুটোই পরিবর্তন হয়েছে। রোহিত বিশ্রাম নিয়েছে। আর আকাশ দীপের চোট রয়েছে। ওর জায়গায় খেলতে নেমেছে প্রসিদ্ধ কৃষ্ণা।'