শেষ আপডেট: 7th January 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে মোটামুটি পাট চুকেছে। এবার বরং স্ট্যান্ড আপ কমেডিই মন দিয়ে শুরু করুন। পেশাবদল নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে প্রস্তাব দিলেন প্রাক্তন অজি ওপেনার সাইমন কাটিচ। ব্যঙ্গের সুরে সাইমন জানান, ৩৭ বছর বয়সে দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটে নতুন কিছু করার কিংবা ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই এই মুহূর্তে রোহিতের সামনে নেই। বরং, স্ট্যান্ড আপ কমেডিই হচ্ছে রোহিতের কাছে নিজেকে মেলে ধরার উপযুক্ত মঞ্চ।
ঠিক কী কারণে কাটিচের এমন মন্তব্য? বর্ডার-গাভাসকার ট্রফির শেষ টেস্ট চলাকালীন ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের কাছে সাক্ষাৎকার দিতে ছুটে আসেন ভারতের রোহিত। ড্রেসিংরুমে কোচ-অধিনায়কের সম্পর্কে ভাঙন, টিমের অন্দরমহলের খবর বাইরে ফাঁস হয়ে যাওয়া, নিজের অফ ফর্ম, সম্ভাব্য অবসর, প্রাক্তন ক্রিকেটারদের চলতি সমালোচনা—সবকিছুকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফ্লিক করে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন তিনি। প্রশ্ন ছিল চাঁচাছোলা। জবাবও ছিল সপাটে। রসিকতা আর ব্যঙ্গকেই সেদিন অস্ত্র বানিয়ে তুলেছিলেন রোহিত।
যদিও আসল বোমাটি ফাটে শেষে। সে সময় দলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানানো হলে কিছুটা রাগতস্বরেই রোহিত জানিয়ে দেন, এত আনুষ্ঠানিকতার কিছু হয়নি। একটিমাত্র টেস্টেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি, দল থেকে নয়। ফলে তাঁকে এভাবে ঘটা করে বিদায় সম্বর্ধনা জানানোর মানে নেই! রোহিতের এমন স্ট্রেট ড্রাইভের মুখে পড়ে ভড়কে না গিয়ে হাসিতে ফেটে পড়েন ইরফান পাঠান, যিনি সাক্ষাৎকার নেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন। বলা বাহুল্য, এই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
সাইমন কাটিচ এই বিশেষ ভিডিওটিকেই তাক করেছেন। তিনি বলেন, ‘ইন্টারভিউটি আমি দেখেছি। ভালোই বলেছেন রোহিত। সত্যি বলতে ক্রিকেটের পালা চুকোলে রোহিত স্ট্যান্ড আপ কমেডিকে নিজের ভবিষ্যৎ ভাবতেই পারেন। কারণ ওঁর রসিকতা অসাধারণ!’
Rohit Sharma Funny Interview!!
— Khan Rizwan (@rizwan23133) January 4, 2025
Bhai me khai ja nhi raha hu. ????#RohitSharma |#RohitSharma????pic.twitter.com/SMdTeXb9OM
সামনে বেশ কিছুটা বিরতির পর ইংল্যান্ড সিরিজ। রোহিত কি পারবেন সেখানে নিজেকে মেলে ধরতে? কাটিচের বক্তব্য, এ বিষয়ে একমাত্র জবাব স্বয়ং রোহিত-ই দিতে পারেন, আর কেউ নয়। ৩৭-এর দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন করে যাত্রা শুরুর খিদে কি রোহিতের মধ্যে বেঁচে রয়েছে? এর জবাবেই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে৷