শেষ আপডেট: 7th December 2024 09:25
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্ট ম্যাচের প্রথম দিন যে পুরোটাই অস্ট্রেলিয়ার দখলে ছিল, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। কিন্তু, প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর একটি ভিডিও আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। দাবি করা হচ্ছে, রোহিত শর্মা নাকি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি বিরাট কোহলির হাতে তুলে দিয়েছিলেন। কী হয়েছিল ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই ম্যাচে টস জিতে রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ১৮০ রানেই অলআউট হয়ে যায়। এরপর অস্ট্রেলিয়া দিনের শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে ফেলেছে। ভারতীয় পেসাররা আপাতত যে কোনও মূল্যে উইকেট চাইছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দিন কেমন পারফরম্য়ান্স করেন বুমরাহ, সিরাজ, হর্ষিতরা, সেইদিকেই আপাতত সকলের নজর রয়েছে।
তবে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা অস্ট্রেলিয়া ইনিংসের ১৭ ওভারে দেখতে পাওয়া গেল। বিরাট কোহলি প্রথমে রোহিত শর্মার দিকে হেঁটে যান। তাঁদের দুজনের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। দেখে মনে হচ্ছিল, ক্যাপ্টেন্সির ব্যাপারেই রোহিত শর্মাকে কোনও সাজেশন দিচ্ছিলেন বিরাট কোহলি। এরপর মহম্মদ সিরাজকে ফিল্ডিং পজিশন বদল করার নির্দেশ দেন বিরাট কোহলি।
দেখে নিন ভিডিও :
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) December 6, 2024
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ বলতে শুরু করেছেন, ভারতীয় ক্রিকেট দলকে বকলমে বিরাট কোহলিই চালাচ্ছেন। ইতিপূর্বে, পারথ টেস্টেও কিং কোহলিকে ফিল্ড সেটিং করতে দেখা গিয়েছিল। যদিও খাতায়-কলমে অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। কেউ কেউ আবার বলছেন, অবস্থা বেগতিক দেখে রোহিত শর্মা নিজেই নাকি কোহলির হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। যদিও এইসব জল্পনা একেবারেই ভিত্তিহীন।
তবে অ্যাডিলেডে বিরাটের এই পরামর্শ খুব একটা কাজে লাগেনি। নাথান ম্য়াকসুইনি এবং মারনাস লাবুশেন প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত অপরাজিত থাকেন। তাঁদের মধ্যে ৬২ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।