শেষ আপডেট: 6th December 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্টের প্রথম দিনই ব্যাকফুটে চলে গেল ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মাত্র ৮৭ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছে টিম ইন্ডিয়া।
আর পঞ্চম উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা। তিনি ২৩ বলে মাত্র ৩ রানই করতে পারলেন। ২৫.৫ ওভারে স্কট বোল্যান্ডের বলে তিনি LBW হয়ে ফিরে যান।
এই ম্য়াচে রোহিত শর্মা মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন। আর যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল। যশস্বী তো রানের খাতাই খুলতে পারলেন না। স্টার্কের প্রথম বলেই তিনি LBW হয়ে যান। পাশাপাশি ওপেন করতে নেমে নজর কাড়তে পারলেন না রাহুলও। তিনিও ৬৪ বলে ৩৭ রান করে ফিরে যান।
প্রসঙ্গত, পারথ টেস্টে রোহিত শর্মা খেলেননি। সেইসময় রাহুলকে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে হয়েছিল। প্রথম ইনিংসে ২৪ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে তিনি ৭৭ রান করেছিলেন। সেকথা মাথায় রেখেই রোহিত এই ম্য়াচে মিডল অর্ডারে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু, দুজনের কেউই সেই অর্থে রান করতে পারলেন না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল শেষপর্যন্ত কত রান করতে পারে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।