গম্ভীর ও রোহিত
শেষ আপডেট: 7th February 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: কোচ গৌতম গম্ভীরের সঙ্গে খেলোয়াড়দের উত্তেজিত বার্তালাপ আজকাল আর নতুন বিষয় নয়। হালফিলে বহুবার টিভির পর্দায় দলের ক্রিকেটারদের সঙ্গে গম্ভীরের হাত-পা নেড়ে কথাবার্তা সকলের নজরে এসেছে। সিডনি টেস্টে প্রস্তুতির সময় নেট সেশন চলাকালীন বুমরাহ ও রোহিতের সঙ্গে এভাবে আলোচনা করছিলেন তিনি। অবসর নেওয়ার আগে ড্রেসিং রুমে কোচের সঙ্গে একপ্রস্থ তর্কাতর্কিতে জড়িয়েছিলেন অশ্বিনও।
সিরিজ বদলালেও বিতর্ক পাল্টাল না। ফের একবার অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে গুরুগম্ভীর মুখে আলোচনা চালিয়ে গেলেন গৌতম। আর সেটাও ডাগ-আউটের ধারে দাঁড়িয়ে। ম্যাচ জিতে গোটা টিম যখন আনন্দ উদযাপন করছে, তখন মাঠের এক কোণে আলোচনা চালিয়ে গেলেন দুজন। উল্লাসের ছিটেফোঁটা ধরা পড়েনি কারও অঙ্গভঙ্গিতে।
— Nihari Korma (@NihariVsKorma) February 6, 2025
এমনিতেই বিরাট কোহলি সুস্থ হলে সামনের ম্যাচে কে বাদ পড়বেন, তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। ব্যর্থ যশস্বী। মাত্র ১৫ রানে আউট হয়েছেন তিনি। শুরুতে মনে করা হচ্ছিল ম্যাচ জয়ের অন্যতম কাণ্ডারী শ্রেয়স আইয়ার অটোমেটিক চয়েস। আর যশস্বী বিরাটের জায়গায় সুযোগ পেয়েছেন। কিন্তু ম্যাচ জিতে উলটো গীত গেয়েছেন শ্রেয়স। জানিয়েছেন, বিরাট চোট না পেলে হয়তো তাঁর ঠাই-ও মিলত না। এতকিছুর মধ্যে ফের একবার ব্যর্থ হয়েছেন রোহিত শর্মাও। মাত্র ২ রানে আউট হয়েছেন তিনি।
ফলে আগামি ম্যাচে ওপেনিং জুটি কী হবে, তিনে বিরাট নামলে চারে কে, সেক্ষেত্রে প্রথম ম্যাচের মিডল অর্ডার থেকে কে বাদ পড়তে চলেছেন—এতগুলি প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে।
গতকাল ম্যাচ জিতে কি এসবেরই জবাব হাতড়াচ্ছিলেন কোচ-অধিনায়ক জুটি নাকি স্রেফ নিজের ভবিতব্য নিয়েই আলোচনা চালাচ্ছিলেন—সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছে।