শেষ আপডেট: 23rd January 2025 12:45
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার খারাপ সময় যেন কাটতেই চাইছে না। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ক্রিকেট দল। এই ম্য়াচে রোহিত মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
২০১৫ সালের পর এই প্রথমবার রঞ্জি ম্য়াচ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। জম্মু-কাশ্মীর বোলারদের বাউন্সারের সামনে শুরু থেকেই তাঁকে বেশ অস্বস্তিতে দেখতে পাওয়া যায়। এই ম্যাচে রোহিত ১৯ বল খেলে মাত্র ৩ রান করলেন। অবশেষে ফাস্ট বোলার উমর নাজির মিরের বলে আউট হয়ে যান।
রোহিতকে শর্ট অফ লেংথ ডেলিভারি করেছিলেন মির। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভুল শট নির্বাচন করেন। এরপর পরশ ডোগরার হাতে সহজ ক্যাচ দিয়ে হিটম্যানকে ফিরে যেতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের এই জঘন্য ফর্ম টিম ইন্ডিয়ার সমর্থকদের অবশ্য়ই অস্বস্তিতে রাখবে।
সম্প্রতি রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি কার্যত মুখ থুবড়ে পড়েন। পরিস্থিতি এতটাই করুণ হয়ে পড়ে, শেষপর্যন্ত সিডনি টেস্ট ম্য়াচ থেকে নিজের নাম প্রত্যাহার করেন। এই পরিস্থিতিতে রঞ্জিতেও রোহিতের এই ব্যর্থতা ভারতীয় ক্রিকেট সমর্থকদের হতাশা যে আরও বাড়াবে, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।