শেষ আপডেট: 2nd January 2025 22:51
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে রোহিত শর্মা খেলবেন না। সর্বশেষ রিপোর্ট অনুসারে, সিডনির প্রথম একাদশে রোহিতকে রাখা হচ্ছে না। তাঁর পরিবর্তে জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়ার নেতৃত্ব সামলাবেন। গত একবছর ধরেই টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারছেন না। পাশাপাশি তাঁর ক্যাপ্টেন্সিও মুখ থুবড়ে পড়েছে।
আপাতত সমালোচকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হিটম্যান। এমনকী ভারতীয় ক্রিকেট সমর্থকরাও তাঁকে অবসর গ্রহণের পরামর্শ দিচ্ছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রোহিত যদি ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ না পান, তাহলে বিরাট কোহলিকে কেন সুযোগ দেওয়া হচ্ছে? গত এক বছরে লাল বলের ক্রিকেটে রোহিতের পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী হলেও, কোহলিও কোনও অংশে কম যান না।
২০২৪ সালে রোহিত শর্মা মোট ১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি ২৬ ইনিংসে ২৪.৭৬ ব্যাটিং গড়ে মোট ৬১৯ রান করেছেন। রোহিতের ব্যাট থেকে দুটো করে সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। যদিও বর্ডার-গাভাসকার ট্রফিতে রোহিতের পারফরম্যান্স আরও বেশি খারাপ হয়েছে। এই সিরিজের পাঁচ ইনিংসে রোহিত মাত্র ৩১ রান করেছেন। কিন্তু, কোহলির অবস্থাও খুব একটা ভাল নয়।
গত বছর বিরাট মোট ১০ টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১৯ ইনিংসে তিনি ২৪.৫২ ব্যাটিং গড়ে মোট ৪১৭ রান করেছেন। ভারতীয় ক্রিকেট থেকে এই তারকা ব্যাটার ইতিমধ্যে একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি করেছেন। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখতে হবে, রোহিত এবং কোহলির ব্যাটিং গড়ে খুব একটা পার্থক্য নেই। রোহিত কিন্তু বিরাটের থেকে একটা শতরান বেশিই করেছেন।
বর্ডার-গাভাসকার ট্রফিতে পারথের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি যদি বাদ দেওয়া যায়, তাহলে কোহলির অবস্থাও খুব একটা ভাল নয়। ৬ ইনিংসে তিনি মাত্র ৬৭ রান করেছেন। সেঞ্চুরি যোগ করলেও ১৬৭ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ২৭-এর আশপাশে। সিডনি টেস্টে যদি ফর্ম বিচার করেই রোহিতকে বাদ দেওয়া হয়, তাহলে সেই তালিকায় কোহলির নাম থাকবে না কেন? কারণ ফর্মের বিচারে তো রোহিতের থেকেও খারাপ অবস্থা বিরাটের। রোহিত যদি ফ্লপ হয়েই থাকেন, তাহলে গুরুত্বপূর্ণ সময়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন কোহলিও।