শেষ আপডেট: 7th December 2024 09:45
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটারদের কার্যত 'ছেড়ে দে মা...' অবস্থা হয়ে গিয়েছে। পিঙ্ক বলে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া মাত্র ১৮০ রানে অলআউট হয়ে যায়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ কেউই বড় রান করতে পারলেন না। নীতিশ রানার ব্যাট থেকে সর্বাধিক ৪২ রান বেরিয়ে এসেছে।
ইতিমধ্যে অনেকে দাবি করতে শুরু করেছেন, রোহিত শর্মার একটি ভুল সিদ্ধান্তের কারণেই আজ টিম ইন্ডিয়ার এমন দুরবস্থা হয়েছে। তিনি আগে যে ভুল করেছিলেন, এবারও সেটারই পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। আর এই ভুলের ফল ভুগল গোটা ভারতীয় ক্রিকেট দল।
আসলে রোহিত শর্মা অ্যাডিলেডে টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এটাই রোহিত শর্মার মস্ত বড় ভুল সিদ্ধান্ত ছিল। কারণ রোহিত যখন এই সিদ্ধান্ত গ্রহণ করেন, সেইসময় আকাশে মেঘ ছিল। উইকেটও ছিল একেবারে ফ্রেশ। ফলে ভারতীয় বোলাররা এই অ্যাডভান্টেজ তুলতেই পারতেন। কিন্তু, রোহিতের সিদ্ধান্ত অজি পেসারদের কাছে কার্যত আশীর্বাদ হয়ে যায়।
প্রসঙ্গত, রোহিত শর্মা এই একই ভুল সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচেও করেছিলেন। সেখানেও টিম ইন্ডিয়ার ব্য়াটিং ডিপার্টমেন্টের এমনই বেহাল অবস্থা হয়েছিল।
অ্যাডিলেডে বল হাতে কার্যত জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। তিনি একাই ৬ উইকেট শিকার করেন। স্টার্কের বল তো হাওয়ায় সুইং হচ্ছিল। আর ভারতীয় ব্যাটারদের নিতান্ত অসহায় লাগছিল তাঁর সামনে। ক্যাঙারু বোলাররা এই অ্যাডভান্টেজ দু'হাতে লুটে নেয়। শনিবার (৭ ডিসেম্বর) অর্থাৎ আজ ইতিমধ্যেই দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় পেসাররা তেমন কোনও ম্য়াজিক করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।